1. [email protected] : News room :
৪৮টি জেলার সাংবাদিকদের কাছে সহায়তা পৌঁছেছে: তথ্যমন্ত্রী - লালসবুজের কণ্ঠ
শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৬:০৩ পূর্বাহ্ন

৪৮টি জেলার সাংবাদিকদের কাছে সহায়তা পৌঁছেছে: তথ্যমন্ত্রী

  • আপডেটের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২০
সাংবাদিকদের মাঝে সহায়তা চেক বিতরণ

লালসবুজের কণ্ঠ রিপোর্ট:
সংবাদকর্মীদের বেতন-ভাতা নিয়মিত পরিশোধ করার জন্য গণমাধ্যম মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। শনিবার (১১ জুলাই) দুপুরে রাজধানীর কাকরাইলে বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট মিলনায়তনে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে করোনাভাইরাস পরিস্থিতিতে সাংবাদিকদের মাঝে সহায়তা চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

ড. হাছান মাহমুদ বলেন, জীবনকে হাতের মুঠোয় নিয়ে সাংবাদিকরা করোনাভাইরাস মহামারির ভেতর কাজ করছেন। অনেকে আক্রান্ত হয়েছেন। কয়েকজন মৃত্যুবরণ করেছেন। সাংবাদিকরা হাত গুটিয়ে বসে থাকলে মালিকেরা চাইলেও গণমাধ্যম চালু থাকতো না।

তিনি বলেন, মানবিক বিবেচনায় সরকার সাংবাদিকদের সহায়তা করছে। তেমনিভবে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর মালিকদেরও সাময়িক কষ্ট হলেও গণমাধ্যমকর্মীদের বেতন-ভাতা নিয়মিত পরিশোধ করতে ও তাদেরকে চাকুরিচ্যুত না করার অনুরোধ জানাই।

গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর সহায়তায় সরকারি পদক্ষেপের কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী আরো বলেন, সংবাদপত্রে বিজ্ঞাপনের বকেয়া বিল পরিশোধের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সকল মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়ে তাগিদ দেয়া হয়েছে যাতে করে সংবাদকর্মীদের বেতন দিতে সুবিধা হয়।

ড. হাছান বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারী সাংবাদিকদের প্রত্যেকের পরিবারকে ইতোমধ্যে ৩ লাখ টাকা করে সহায়তা দেয়া হয়েছে। এসব পরিবার থেকে আবেদন করা হলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আরো সহায়তা দেয়া হবে।

ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে সভাপতি কুদ্দুস আফ্রাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক জাফর ওয়াজেদ ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মোল্লা জালাল।

এদিন ২০০ সাংবাদিককে চেক প্রদান করা হয়েছে। এছাড়া চলমান সহায়তার প্রথম পর্বে এ পর্যন্ত ৪৮টি জেলায় সাংবাদিক ইউনিয়ন ও প্রেসক্লাবের মাধ্যমে সাংবাদিকদের কাছে এসহায়তা পৌঁছেছে বলে জানান ডিইউজে সভাপতি।
তন্ময়/লালসবুজের কণ্ঠ

6Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর