1. [email protected] : News room :
রাজধানীতে নারী সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার - লালসবুজের কণ্ঠ
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৮:১৭ পূর্বাহ্ন

রাজধানীতে নারী সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপডেটের সময় : বুধবার, ১৩ জুলাই, ২০২২

নিউজ ডেস্ক, লালসবুজের কণ্ঠ:


রাজধানীর হাজারীবাগে সোহানা তুলি (৩৮) নামে এক নারী সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৩ জুলাই) বিকেলে একটি ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের বাড়ি যশোর সদরের বটতলা এলাকায়। তিনি ২০১৮ সালের ডিসেম্বর থেকে হাজারীবাগের ওই বাসায় থাকতেন।

তুলির বান্ধবী নন্দীতা তাবাসসুম জানান, ফোনে সাড়া না পেয়ে তিনি হাজারীবাগে তুলির বাসায় যান। দরজা নক করে সাড়া না পেয়ে নিরাপত্তারক্ষীকে সঙ্গে নিয়ে প্রবেশ করেন ভেতরে। এসময় তিনি তুলিকে ঝুলন্ত অবস্থায় দেখে সবাইকে খবর দেন। পুলিশ এসে বিকেলে মরদেহ উদ্ধার করে।

সোহানা তুলির ছোট ভাই মোহাইমিনুল ইসলাম বলেন, সবশেষ গতকাল দুপুরে আপুর সঙ্গে কথা হয়েছিল। এরপর বুধবার আব্বু ফোন করে ঘটনা জানান।

নিহত সোহানা তুলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করেছেন। তিনি কাজ করেছেন দৈনিক আমাদের সময় ও কালের কণ্ঠ পত্রিকায়।

সবশেষ ২০২০ সাল পর্যন্ত বাংলা ট্রিবিউনে কর্মরত ছিলেন সোহানা তুলি। এরপর কিছুদিন একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেছেন। সম্প্রতি একটি অনলাইন শপ খুলে নারী উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন।

এছাড়া সোহানা তুলি ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সদস্য ছিলেন। সাব-এডিটর কাউন্সিলেরও সদস্য তিনি।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।


লালসবুজের কণ্ঠ/এআর

2Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর