1. [email protected] : News room :
বাসাইলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতির পরিমাণ সোয়া কোটি - লালসবুজের কণ্ঠ
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৩:২১ অপরাহ্ন

বাসাইলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতির পরিমাণ সোয়া কোটি

  • আপডেটের সময় : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২

লালসবুজের কণ্ঠ রিপোর্ট,টাঙ্গাইল:


টাঙ্গাইলের বাসাইলে বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার নাইকানীবাড়ী-ইশ্বরগঞ্জ বাজারে এ আগুনের ঘটনা ঘটে। এঘটনায় বাজারের ১৮টি দোকানের মালামাল পুড়ে প্রায় এক কোটি ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি।

স্থানীয়রা জানান, উপজেলার নাইকানীবাড়ী-ইশ্বরগঞ্জ বাজারে কালাম ও নাজমুলের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আরও ১৬টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীদের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ১৮টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম সংগ্রাম বলেন, ‘মুহূর্তের মধ্যেই ওষুধের দোকান, কাপড়, সাউন্ড সিস্টেম, হার্ডওয়্যার ও মনিহারীসহ ১৮টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এঘটনায় ১৮টি দোকানের মালিকের প্রায় এক কোটি ২০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ব্যবসায়ীরা এখন নিঃস্ব হয়ে পড়েছেন।’

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মামুন সিকদার বলেন, ‘আমার হার্ডওয়্যারের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আমার প্রায় ৭ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। এই ব্যবসা করে আমার সংসার চালিয়ে আসছিলাম। এখন সেটিও বন্ধ হয়ে গেলো।’

ফজল মিয়া বলেন, ‘আমার সাউন্ড সিস্টেমের দোকানের সকল মালামাল পুড়ে ছাই গেছে। এতে আমার প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি এখন নিঃস্ব হয়ে গেলাম। আমার সংসার চালানোর মতো আর কোনও উপায় রইল না।’

বাসাইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রকিবুল হাসান বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে ১৬টি দোকানের মালামাল পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ বের করার চেষ্টা চলছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে বলে আমরা ধারণা করছি।’


শোভন/লালসবুজের কণ্ঠ/মৌ

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর