1. [email protected] : News room :
ঘাটাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, নিহত ২ - লালসবুজের কণ্ঠ
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৮:৩৫ পূর্বাহ্ন

ঘাটাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, নিহত ২

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২

নিউজ ডেস্ক, লালসবুজের কণ্ঠ:


টাঙ্গাইলের ঘাটাইলে দাঁড়িয়ে থাকা এক ট্রাকের পেছনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় দুজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ব্রাহ্মণশাসন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার ভোর সোয়া ৪টার দিকে দুর্ঘটনাটি ঘটেছে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ব্রাহ্মণশাসন নামক স্থানে।

ঘাটাইল থানা উপপুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম বলেন, মঙ্গলবার ভোর আনুমানিক সোয়া ৪টার দিকে একটি সিএনজি ঘাটাইল থেকে পাঁচ জন যাত্রী নিয়ে টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ব্রাক্ষণশাসন এলাকায় পৌঁছলে সড়কের ডান পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে দ্রুতগতিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন যাত্রী মারা যান।

নিহতরা হলেন- স্থানীয় কাশতলা গ্রামের মৃত তৈয়ম উদ্দিনের পুত্র শাহজাহান (৬৫) ও হামিদপুর গ্রামের সাহা পাড়াস্থ মৃত চান মোহন সাহার পুত্র নেপাল চন্দ্র সাহা (৬২)।

একই সঙ্গে আহত হয়েছেন তিন যাত্রী। এদেরকে উদ্ধার করে প্রথমে ঘাটাইল ও কালিহাতী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। সেখানে তাদের অবস্থা অবনতি হলে পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।

ঘাটাইল থানা অফিসার ইন চার্জ আজহারুল ইসলাম সরকার বলেন, নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়রা বলছে, এরা সবাই ঘাটাইলের আন্দিপুর থেকে বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফিরছিলেন।


লালসবুজের কণ্ঠ/এআর

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর