1. [email protected] : News room :
মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার চেষ্টা করছে বিএনপি : রেলমন্ত্রী - লালসবুজের কণ্ঠ
সোমবার, ০৬ মে ২০২৪, ১২:৩৮ পূর্বাহ্ন

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার চেষ্টা করছে বিএনপি : রেলমন্ত্রী

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১

নিউজ ডেস্ক,লালসবুজের কণ্ঠ


পঁচাত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর স্বাধীনতাবিরোধীরা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বার বার বিকৃত করার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।

আজ বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে বঙ্গবন্ধু ও স্বাধীনতা বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন মন্ত্রী।

এ সময় তিনি আরো বলেন, বিএনপি জামায়াত মুক্তিযুদ্ধের বিকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার চেষ্টা করেছে। এখনো তারা সেই তৎপরতা চালিয়ে যাচ্ছে। আমাদের দায়িত্ব তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা। এজন্য তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়ার আহ্বান জানান তিনি। একই সাথে তরুণদের মোবাইলে আসক্তি কমিয়ে বেশি বেশি বই পড়ার নির্দেশ দেন। এর আগে মন্ত্রী বেলুন উড়িয়ে বই মেলার উদ্বোধন করেন।

স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় জেলা প্রশাসনের আয়োজনে বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, পঞ্চগড় পৌরমেয়র জাকিয়া খাতুন বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পঞ্চগড় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আজাদ জাহান।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে রেলপথ মন্ত্রী বইয়ের বিভিন্ন স্টল ঘুরে দেখেন। চার দিনব্যাপী এই বই মেলায় জেলার ২৬টি প্রতিষ্ঠান স্টলে অংশ নিয়েছে। মেলায় প্রতিদিন আলোচনা অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


লালসবুজের কণ্ঠ/মৌ

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর