1. [email protected] : News room :
করতোয়া নদীতে নৌকাডুবি: মৃতের সংখ্যা বেড়ে ৬১ - লালসবুজের কণ্ঠ
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৩:১৪ পূর্বাহ্ন

করতোয়া নদীতে নৌকাডুবি: মৃতের সংখ্যা বেড়ে ৬১

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২

নিউজ ডেস্ক, লালসবুজের কণ্ঠ:


পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬১ জনে দাঁড়িয়েছে। সোমবার গভীর রাত থেকে আজ দুপুর পর্যন্ত ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া স্বজনদের দাবি অনুযায়ী করা তালিকায় এখনো নিখোঁজ আছেন অনেকে।

দুর্ঘটনার তৃতীয় দিনে নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের রংপুর, রাজশাহী ও কুড়িগ্রামের তিনটি ডুবুরি দল।

পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটও তদন্ত কমিটির প্রধান দীপঙ্কর রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ ভোরে দেবীগঞ্জ থেকে ২ জনের মরদেহ উদ্ধার করা হয়, পরে উদ্ধার হয় আরও ৭ জনের লাশ। এর আগে মাঝরাতে আউলিয়া ঘাট থেকে উদ্ধার হয় আরও দুটি মরদেহ। এ নিয়ে মোট ৬১ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। তবে এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার কার্যক্রম চলছে।

দুর্ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে আত্রাই ও পুনর্ভবা নদী থেকেও ভাসমান লাশ উদ্ধার হয়েছে।

এরআগে গত ২৫ সেপ্টেম্বর দুপুরে মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাট এলাকায় শতাধিক যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটে। নিহতদের মধ্যে বেশির ভাগই শিশু ও নারী এবং অধিকাংশ সনাতন ধর্মাবলম্বী।


লালসবুজের কণ্ঠ/এআর 

29Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর