1. [email protected] : News room :
ফেরিতে উঠতে যাত্রীরা মরিয়া, দুর্ঘটনার শঙ্কা - লালসবুজের কণ্ঠ
রবিবার, ০৫ মে ২০২৪, ০১:২৭ অপরাহ্ন

ফেরিতে উঠতে যাত্রীরা মরিয়া, দুর্ঘটনার শঙ্কা

  • আপডেটের সময় : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১

নিউজ ডেস্ক,লালসবুজর কণ্ঠ:গোয়ালন্দ:


রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে ঝুঁকি নিয়ে ফেরিতে যাত্রী ওঠানামা অব্যাহত রয়েছে। ঘাট ছেড়ে যাওয়ার পরও অনেক যাত্রী ঝুঁকি নিয়ে র‌্যাম টপকে উঠছে। এতে যেকোনো সময় নদীতে পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

গত বুধবার মধ্যরাতে পন্টুনের সঙ্গে ফেরির ধাক্কায় মোজাফফর হোসেন ওরফে নান্নু (৬৫) নামের এক ব্যক্তি পদ্মা নদীতে পড়ে নিখোঁজ হন। তিনি ফেরির পকেট গেটের কাছে দাঁড়িয়েছিলেন। বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের সিএনবি ঘাট এলাকার পদ্মা নদীতে তাঁর লাশ উদ্ধার করে নৌ পুলিশ। মোজাফফর হোসেনের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার চৌরহাস কলোনি এলাকার ফুলতলা গ্রামে।

শুক্রবার রাতে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটে দীর্ঘক্ষণ অপেক্ষা করে দেখা যায়, ঘাটের সংযোগ সড়কসহ পন্টুনে ছোট বা ব্যক্তিগত গাড়ির ভিড় রয়েছে। সেই সঙ্গে রয়েছে যাত্রীদেরও ভিড়। ঘাটে ভিড়ে থাকা ফেরিতে দ্রুত গাড়িগুলো উঠে যাচ্ছে। গাড়ি লোড নেওয়ার পর ফেরি ঘাট ছেড়ে দিলেও অনেক যাত্রীকে জীবনের ঝুঁকি নিয়ে ফেরিতে উঠতে দেখা যায়। এমনকি পন্টুন থেকে ফেরির দূরত্ব তৈরি হলেও কেউ কেউ ঝুঁকি নিয়ে ফেরির র‌্যাম টপকে উঠতে দেখা যায়। এতে যেকোনো সময় প্রাণহানির মতো দুর্ঘটনার ঝুঁকি রয়েছে।

কুষ্টিয়া থেকে আসা আলামিন ইসলাম, তরু ইসলামসহ তিন তরুণ ঝুঁকি নিয়ে পন্টুন থেকে ফেরির র‌্যামের ওপর দিয়ে ওঠার চেষ্টা করছেন। এভাবে ঝুঁকি নিয়ে ফেরিতে ওঠার বিষয়ে জানতে চাইলে তাঁরা বলেন, ‘ভাই, এখন সময় নেই। ফেরি ছেড়ে দিয়েছে। জরুরি আমাদের ঢাকা পৌঁছতে হবে। আল্লাহ ভরসা, দুর্ঘটনা হবে না।’ দ্রুত কথা বলে তাঁরা ফেরিতে উঠে পড়েন।

এ সময় ফেরির পন্টুনে যাত্রীর টিকিট দেওয়ার কাজে ব্যস্ত সাইদুল হাসান বলেন, প্রতিনিয়ত ফেরি ঘাট ছেড়ে দেওয়ার পর যাত্রীরা ঝুঁকি নিয়ে ওঠানামা করে। ফেরি ছাড়ার পর আবার কখনো ফেরি ঘাটে ভিড়তে না ভিড়তেই যাত্রীরা হুড়মুড় করে ওঠানামা করতে থাকে। যে কারণে মাঝেমধ্যে দুর্ঘটনা ঘটে। মাঝেমধ্যে অনেক যাত্রীর ব্যাগ, লাগেজও নদীতে পড়ে যায়। অনেক মূল্যবান জিনিসপত্রও পড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়। তারপরও এসব মানুষের হুঁশ ফিরছে না।

এদিকে শুক্রবার রাতে ঘাট এলাকায় ছোট বা ব্যক্তিগত গাড়ির অনেক চাপ দেখা যায়। প্রতিটি ঘাটেই অন্যান্য গাড়ির সঙ্গে এ ধরনের ছোট গাড়ির লম্বা লাইন ছিল। এ ছাড়া যাত্রীবাহী বাস, পণ্যবাহী গাড়িসহ নানা ধরনের ঢাকামুখী গাড়ির লম্বা লাইন পড়ে।

বিআইডব্লিউটিসির কম্পিউটার অপারেটর রাজু আহম্মেদ বলেন, কয়েক দিনের তুলনায় ছোট বা ব্যক্তিগত গাড়ির চাপ বেশি পড়েছে। প্রচুরসংখ্যক ছোট গাড়ি ঢাকামুখী নদী পাড়ি দিচ্ছে। একদিকে যাত্রীবাহী বাস, পণ্যবাহী গাড়ির চাপ রয়েছে। এর সঙ্গে পাল্লা দিয়ে ছোট গাড়ির চাপ রয়েছে। মাঝেমধ্যে ফেরিগুলোতে শুধু ছোট গাড়ি দিয়েই ছেড়ে দিতে হয়। সেই সঙ্গে যাত্রীদেরও চাপও রয়েছে। ঘাটে পৌঁছানোর পর এসব যাত্রীরা ফেরি ছাড়তে দেখলে কোনো কিছুর তোয়াক্কা না করেই ফেরিতে উঠে যাচ্ছে।

দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) সৈয়দ জাকির হোসেন বলেন, ফেরি ছেড়ে দেওয়ার পর বা পন্টুনের ওপর গাড়ি রাখা নিষেধ থাকলেও যাত্রীরা এসব সহজে মানছে না। যাত্রীদের অসাবধানতার কারণেই বুধবার দিবাগত মধ্যরাতে ফেরির সাইড পকেটের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় এক ব্যক্তি পদ্মা নদীতে পড়ে মারা যান। নৌ পুলিশের সদস্যরা এ ধরনের পরিস্থিতি দেখলে প্রতিরোধ ও নিষেধ করছেন।


লালসবুজের কণ্ঠ/জে.সি

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর