1. [email protected] : News room :
৪০০ ছাত্রীর বাল্যবিয়ে বিরোধী শপথ - লালসবুজের কণ্ঠ
সোমবার, ০৬ মে ২০২৪, ০৩:৩৬ অপরাহ্ন

৪০০ ছাত্রীর বাল্যবিয়ে বিরোধী শপথ

  • আপডেটের সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯

লালসবুজের কণ্ঠ ডেস্ক:ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় বাল্যবিয়ে বিরোধী শপথ পাঠ করেছে বাল্যবিবাহ প্রতিরোধ ব্রিগেড ও গার্ল গাইডসের চার শতাধিক শিক্ষার্থী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘মুজিববর্ষ’কে সামনে রেখে বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে এক সমাবেশে এ শপথ নেন তারা।

বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার নজরুল একাডেমি মাঠে এ শপথ পাঠ করান বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বাল্যবিবাহ বিরোধী বিগ্রেড ও গার্ল গাইডসের কল্যাণে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের অভিভাবকরা আগের চেয়ে এখন অনেক সচেতন হয়েছে। তারা জানেন কম বয়সী মেয়েকে বিয়ে দিলে কি ক্ষতি হয়। সেজন্যই ময়মনসিংহে বাল্যবিয়ে এখন শূন্যের কোঠায়। তবে নিয়মিত সচেতনতামূলক প্রচারণা ও নজরদারি অব্যাহত রাখতে হবে।’

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল জাকিরের সভাপতিত্বে এ সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ঝিল্লুর রহমান আনাম, বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধ ব্রিগেডের প্রধান সমন্বয়ক রতন সরকার, ব্রিগেডের লিডার মাহবুবা আলম তৃপ্তি।

72Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর