1. [email protected] : News room :
১১ বছর পর অনুষ্ঠিত হচ্ছে নীলফামারীর খোকশাবাড়ী ইউপি নির্বাচন - লালসবুজের কণ্ঠ
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১১:১৩ পূর্বাহ্ন

১১ বছর পর অনুষ্ঠিত হচ্ছে নীলফামারীর খোকশাবাড়ী ইউপি নির্বাচন

  • আপডেটের সময় : বুধবার, ১৫ জুন, ২০২২

নীলফামারী প্রতিনিধিঃ-


১১ বছর পর নীলফামারী সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ ।

সকাল ৮টা থেকে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১০টি কেন্দ্রে শুরু হয়েছে ভোট গ্রহণ। এক যোগে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

প্রথমবারের মতো ইউভিএম পদ্ধতিতে ইউনিয়নের মোট ১৯ হাজার ৮০১জন ভোটার ভোট প্রদান করছেন।

সকালের দিকে ভোট কেন্দ্র গুলোতে ভোটারদের উপস্থিতি কম দেখা গেলেও বেলা বাড়ার পর থেকেই ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে।

এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছে ৯জন প্রার্থী। এ ছাড়া ৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৪০জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ২০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে ৫জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিজিবি, র‌্যাব ও আনসার বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, ২০১১ সালের ৫ জুন ইউনিয়নটিতে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হলে ২০১৬ সালের মধ্য সময়ে মেয়াদ শেষ হয়।

২০১৫ সালে সদর উপজেলার খোকশাবাড়ি, ইটাখোলা, কুন্দপুকুর ও টুপামারী ইউনিয়নের কিছু অংশ নীলফামারী পৌরসভায় সংযুক্ত করে গেজেট প্রকাশ হয়।

এর বিরুদ্ধে উচ্চ আদালতে একটি মামলা হলে পৌরসভাসহ ওই চার ইউনিয়নের নির্বাচন স্থগিত থাকে। পরবতী সীমানা জটিলতা নিরসন হওয়ায় ২০২০ সালের ২৯ অক্টোবর টুপামারী, ২০২১ সালের ২৮ নভেম্বর নীলফামারী পৌরসভা, ২০২২ সালের ৭ ফেব্রুয়ারী ইটাখোলা ও কুন্দপুকুর ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হলেও নির্বাচনী তফসীল থেকে বাদ পড়ে খোকশাবাড়ি ইউনিয়ন। সবশেষ ধাপে খোকশাবাড়ি ইউপি নির্বাচনের তফসীল ঘোষণা করে নির্বাচন কমিশনের


সাদ্দাম/তন্বী

24Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর