1. [email protected] : News room :
হবিগঞ্জে সায়হাম গ্রুপের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ - লালসবুজের কণ্ঠ
সোমবার, ০৬ মে ২০২৪, ০৩:৫৪ পূর্বাহ্ন

হবিগঞ্জে সায়হাম গ্রুপের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাট উপজেলায় বৈশ্বিক মহামারী করোনা প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের পাশে সায়হাম গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ফয়সল সাহেব এর পক্ষ থেকে আজ মাধবপুর উপজেলার বহড়া ইউনিয়ন, ধর্মঘর ও চৌমুহনী ইউনিয়ন এর ১৬৯৫ টি দরিদ্র পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বন্টন করা হয়।

আগামী ৫ ই মে ২০২০ইং তারিখের মধ্যে চুনারঘাট ও মাধবপুর উপজেলার সর্ব মোট ২০ হাজার দরিদ্র পরিবারের মধ্যে ইফতার সামগ্রী পর্যায়ক্রমে বন্টন করা হবে। ইফতার সামগ্রী প্রতি প্যাকেটে রয়েছে ,৫ কেজি চাল, ১ লিটার ফ্রেশ সয়াবিন তেল, ১ কেজি চিনি, ১ কেজি চানাবুট, ১ কেজি ডাল, ৫০০ গ্রাম সুজি, ফ্রেশ গুঁড়া দুধ পাউডার ৪০০ গ্রাম, ৫৭০ তিব্বত লন্ডি সাবান। প্রতি বছরের ন্যায় সায়হাম গ্রুপের পক্ষ থেকে মাধবপুর ও চুনারুঘাট উপজেলাবাসীর মধ্যে পবিত্র মাহে রমজানের উপহার হিসেবে ইফতার সামগ্রী বিতরণ করেন।

ইতিমধ্যে সায়হাম গ্রুপের পক্ষ থেকে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার অসহায় পরিবারের মধ্যে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে মাধবপুর উপজেলার ধর্মঘর, চৌমুহনী, বহরা ইউনিয়নে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মো. ফয়সল বলেন, যেকোনও দুর্যোগে সায়হাম গ্রুপ গরিবদের মানুষের পাশে অতীতে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে।

সায়হাম গ্রুপের পরিচালক মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান বলেন, মাধবপুর-চুনারুঘাটের মানুষ আমাদের পরিবারের অংশ।

তাই সুখ-দুঃখের সাথী সারা জীবন আপনাদের পাশে থাকতে চায় সায়হাম পরিবার।

ধর্মঘর, চৌমুহনী, বহরা ইউনিয়নের ইফতার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আ. আজিজ, মাধবপুর উপজেলার সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী অলি উল্লাহ, ধর্মঘর ইউপি চেয়ারম্যান শামছুল ইসলাম কামাল, চৌমুহনী ইউপি সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, মাধবপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোস্তুফা কামাল বাবুল, হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মীর্জা এস এম ইকরাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফরিদুর রহমান, উপজেলা কৃষক দলের আহবায়ক মুখলেছুর রহমান সোহেল, চৌমুহনী ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুর রহমান, সাবেক সভাপতি আ. আলীম মীর বাদল, বহরা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিনুর আলম রিপন, ধর্মঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবিদ মাস্টার, চৌমুহনী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ উদ্দিন আহম্মেদ, যুগ্ম সম্পাদক আনিছুল আব্দাল শাহ লিটন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সাইফুর রহমান টিটু, ইকবাল শাহ রাব্বি, আল-আমিন প্রমুখ।

লালসবুজের কণ্ঠ/এস এস

9Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর