1. [email protected] : News room :
সেনাবাহিনীর 'এক মিনিটের ঈদ বাজার'যা পেল সাধারন মানুষ - লালসবুজের কণ্ঠ
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১০:৪৩ অপরাহ্ন

সেনাবাহিনীর ‘এক মিনিটের ঈদ বাজার’যা পেল সাধারন মানুষ

  • আপডেটের সময় : শুক্রবার, ২২ মে, ২০২০

লালসবুজের কণ্ঠ রিপোর্ট,খাগড়াছড়ি সংবাদদাতা:

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের (কোবিড-১৯) প্রাদুর্ভাবে ঈদ করা নিয়ে যখন পাহাড়ের কর্মহীন মানুষের মধ্যে চরম উদ্বেগ-উৎকন্ঠা তখন অসহায়, দু:স্থ ও কর্মহীন হ‌য়ে পড়া নিম্ন আ‌য়ের মানুষের মুখে উচ্ছাস ছড়িয়ে দিয়েছে গুইমারা রিজিয়নের তত্বাবধানে সিন্ধুকছড়ি জোন ও গুইমারা সাব জোনের ‘এক মিনিটের ঈদ বাজার’। নামে ঈদ বাজার হলেও এটি ছিল মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে সেনাবাহিনীর এক‌টি সমাজ সেবামুলক উদ্যোগ।

শুক্রবার (২২ মে) সকালের দিকে গুইমারা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের মাঠে ‘এক মিনিটের ঈদ বাজার’র উদ্বোধন করেন গুইমারা বিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহরিয়ার জামান।

এ সময় অন্যান্যের মধ্যে সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে. কর্ণেল কাজী কাওসার জাহান ও গুইমারা সব জোন কমান্ডার মেজর জুনায়েদ বিন কবির জি প্রমুখ উপস্থিত ছিলেন।

সামাজিক দুরত্ব নিশ্চিত করে গুইমারা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের মাঠে ‘এক মিনিটের ঈদ বাজারে’ টেবিলের উপর থরে থরে সাজানো চাল, আটা, ছোলা, তৈল, লবন, সুজি, চিনি ও নুডুলসহ ঈদের পণ্য সংগ্রহ করেছেন নিম্নআয়ের কর্মহীন মানুষ। সাথে সবাই নিয়ে গেছেন ঈদের নতুন শাড়ি ও লুঙ্গী।

উদ্বোধন শেষে গুইমারা বিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহরিয়ার জামান বলেন, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। করোনা ভাইরাসের সংক্রমণরোধে প্রধানমন্ত্রীর নির্দেশে সেনাবাহিনী দিন-রাত কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মহোদয়ের নির্দেশনায় আয়োজতি ব্যতিক্রমী এ বাজারের মাধ্যমে নিম্নআয়ের মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেয়ার উদ্যোগ নিয়েছে। সেনাবাহিনী ভবিষ্যতেও সাধারন মানুষের পাশে থাকবে বলেও জানান তিনি।

সামাজিক দূরত্ব মেনে কোনো প্রকার ঝামেলা ছাড়াই প্রয়োজনীয় ঈদের পণ্য সংগ্রহ করেছে কর্মহীন হয়ে পড়া দু:স্থ, অসহায় ও হতদরিদ্র মানুষ। এক মিনিটের বাজারের প্রবেশ পথে ছিল জীবানুনাশক বুথ ও হাত ধোয়ার ব্যবস্থাও।

108Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর