1. [email protected] : News room :
সীমানা জটিলতায় ১১ বছর পর দুই ইউনিয়নে ভোট অনুষ্ঠিত - লালসবুজের কণ্ঠ
রবিবার, ০৫ মে ২০২৪, ০৪:১৬ পূর্বাহ্ন

সীমানা জটিলতায় ১১ বছর পর দুই ইউনিয়নে ভোট অনুষ্ঠিত

  • আপডেটের সময় : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২

নীলফামারী প্রতিনিধি, লালসবুজের কন্ঠ:


সপ্তম ধাপে শুরু হয়েছে নীলফামারী সদরের ইটাখোলা ও কুন্দপুকুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ।

দু’টি ইউনিয়নের ১৮টি কেন্দ্রে সকাল আটটা থেকে শুরু হওয়া ভোটগ্রহন চলবে বিকেল চারটা পর্যন্ত। প্রচন্ড শীতের কারণে সকালের দিকে কেন্দ্র গুলোতে ভোটারের উপস্থিতি ছিল অনেকটাই কম। তবে বেলা বাড়ার পর পর ভোটারের উপস্থিতি বাড়তে থাকে।

ইউনিয়ন দুটিতে চেয়ারম্যান পদে ১১ জন, সংরক্ষিত সদস্য পদে ৪২ জন এবং সাধারণ সদস্য পদে ১০২ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। দুটি ইউনিয়নে মোট ৪৮ হাজার ৫০৫ জন ভোটার তাদের প্রতিনিধি নির্বাচন করবেন।

সুষ্ঠ নির্বাচনের জন্য প্রতিটি কেন্দ্রে ৬ জন পুলিশ ও ১২ জন আনছার সার্বক্ষণিক দায়িত্বে রয়েছেন। এছাড়াও স্ট্রাইকিং ফোর্স হিসেবে প্রতিটি ইউনিয়নে পুলিশ, র‌্যাব ও বিজিবির তিনটি করে টিম টহলে রয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষায় ইউনিয়ন দুটিতে একজন ম্যাজিস্ট্রেট ছাড়াও ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন।

লালসবুজের কন্ঠ/সাদ্দাম আলী/এ.কে

5Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর