1. [email protected] : News room :
সিআইডির এসআই হত্যায় ৭ জনের যাবজ্জীবন - লালসবুজের কণ্ঠ
সোমবার, ২০ মে ২০২৪, ০৮:১৬ পূর্বাহ্ন

সিআইডির এসআই হত্যায় ৭ জনের যাবজ্জীবন

  • আপডেটের সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০

রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর পাংশায় আলোচিত সিআইডির এসআই আব্দুর রাজ্জাক হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।

আজ বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে আদালত দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে ওই সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে।

একই সঙ্গে যাবজ্জীবন প্রাপ্ত প্রত্যেক আসামিকে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

রাজবাড়ীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাসুদ করিম এ রায় প্রদান করেন। এ সময় মামলার অপর নয় আসামিকে খালাস প্রদান করেছে আদালত।

দণ্ডপ্রাপ্তরা হল- রবিউল ইসলাম জিরো, আকমল শেখ, কুদ্দুস সেখ, বুলু শেখ, জালাল উদ্দিন, ডালিম শেখ ও তপন। এরা সবাই বর্তমান কালুখালী উপজেলার মৃগী ও সাওরাইল ইউনিয়নসহ আশপাশ এলাকার বাসিন্দা।

আদালত সূত্রে জানা যায়, পাংশা থানায় ২০১১ সালের ১১ নভেম্বর সাওরাইল ইউনিয়নের পাতুরিয়ার সিআইডির এসআই আব্দুর রাজ্জাককে জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা করা হয়।

এ হত্যার দায়ে ১৬ জনকে আসামি করে ওই দিনই থানায় একটি মামলা দায়ের করেন নিহত আব্দুর রাজ্জাকের স্ত্রী রোকেয়া রাজ্জাক। হত্যার আগে নারায়ণগঞ্জে সিআইডির এসআই পদে কর্মরত ছিলেন তিনি।

4Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর