1. [email protected] : News room :
সাবেক মন্ত্রী শাজাহানকে আদালতে হাজির হওয়ার নির্দেশ - লালসবুজের কণ্ঠ
সোমবার, ০৬ মে ২০২৪, ০৯:০৩ পূর্বাহ্ন

সাবেক মন্ত্রী শাজাহানকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২০

মহানগর সংবাদদাতা, ঢাকা: গত বুধবার বিকাল ৪টার দিকে শাজাহান খানের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করেন ইলিয়াস কাঞ্চন।

আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) নিরাপদ সড়ক চাই (নিসচা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের দায়ের করা মামলাটি আমলে নিয়ে ঢাকার প্রথম যুগ্ম-জেলা জজ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য এ আদেশ দেন।

মানহানিকর বক্তব্য দেয়ার অভিযোগে করা মামলায় সাবেক নৌ-পরিবহনমন্ত্রী ও শ্রমিক নেতা শাজাহান খানকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

এর আগে, গত বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে শাজাহান খানের বিরুদ্ধে ১শ’ কোটি টাকার মানহানির মামলা করেন ইলিয়াস কাঞ্চন।

ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে ইলিয়াস কাঞ্চনের পক্ষে মামলাটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী রেজাউল করিম।

মামলার বিবরণ অনুযায়ী জানা যায়- গত বছরের ৮ ডিসেম্বর শাজাহান খান নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি অনুষ্ঠানে ইলিয়াস কাঞ্চন এবং নিরাপদ সড়ক চাইসহ তার পরিবারের সদস্যদের নিয়ে নির্লজ্জ মিথ্যাচারের মাধ্যমে অসত্য, বানোয়াট ও উদ্ভট বক্তব্য দেন।

শাজাহান খান বলেন, ইলিয়াস কাঞ্চন কোথা থেকে কত টাকা পান, কী উদ্দেশ্যে পান, সেখান থেকে কত টাকা নিজে নেন, পুত্রের নামে নেন, পুত্রবধূর নামে নেন সেই হিসেবটা আমি জনসম্মুখে তুলে ধরব।

8Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর