1. [email protected] : News room :
সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত - লালসবুজের কণ্ঠ
শনিবার, ০৪ মে ২০২৪, ১০:৫৫ অপরাহ্ন

সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২

নিউজ ডেস্ক, লালসবুজের কণ্ঠ রিপোর্ট:


সাতক্ষীরার শ্যামনগরে উপকূলীয় অঞ্চলের যুবদের নিয়ে ৪-৬ জুলাই অনুষ্ঠিত হলো ৩ দিন ব্যাপী জলবায়ু পরিবর্তন, দ্বন্দ্ব রূপান্তর এবং জলবায়ু সক্ষমতা তৈরী বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। ‘জলবায়ু সংকট ও দ্বন্দ্ব মোকাবিলা করি, যুব সমাজের সক্ষমতা তৈরী করি’ এ স্লোগানকে সামনে রেখে বারসিক শ্যামনগর রিসোর্স সেন্টার বরসা রিসোর্টের প্রশিক্ষণ সেন্টারে এই কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় উপস্থিত ছিলেন উপকূলীয় এলাকার যুবসংগঠনের সদস্যবৃন্দ ও সাংবাদিক এবং বারসিক কর্মী। বারসিক রাজশাহী অঞ্চল থেকে উপস্থিত ছিলেন কমিউনিটি ফেসিলিটেটর তহুরা খাতুন লিলি, উত্তম কুমার সংগঠক অমিত সরকার যুব সদস্য রনি দেব শর্মা এবং যুব সাংবাদিক সাবনাজ মোস্তারী স্মৃতি।

বারসিক শ্যামনগর রিসোর্স সেন্টারের আঞ্চলিক সমন্বয়কারী পার্থ সারথী পাল উপস্থাপনায় প্রথম দিন শুভেচ্ছা বক্তব্য দেন। এদিন কর্মশালায় অংশগ্রহনকারীদের থেকে প্রত্যাশা জানা হয়। প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন বারসিক ঢাকা থেকে লেখক ও গবেষক পাভেল পার্থ এবং প্রকল্প সমন্বয়কারী জাহাঙ্গীর আলম। এবং আরো উপস্থিত ছিলেন সহকারী কর্মসূচি কর্মকর্তা বিশ্বজিৎ মন্ডল আল ইমরান রামকৃষ্ণ জোয়ারদার এবং সহযোগী কর্মসূচি কর্মকর্তা চম্পা রানী মল্লিক সহকারী কর্মসূচি কর্মকর্তা মনিকা রানী পাইক।

প্রথমে আবহাওয়া ও জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব আলোচনা হয়, জলবায়ু পরিবর্তনের প্রভাব এর ওপর গ্রুপ ওয়ার্ক করা হয়। আপদ, ঝুকি, দূর্যোগ, বিপদাপন্নতা সক্ষমতা, ঝুঁকি, অভিযোজন, প্রশমন বিস্তার আলোচনাসহ হাতে কলমে বুঝিয়ে দেয়া হয়। এছাড়াও লবনাক্ততার কারণে কে বেশি ঝুকিপূর্ণ, গতিশীল চাপ নিয়ে গ্রুপ ওয়ার্ক করা হয়।

কর্মশালার ২য় ও ৩য় দিনে দ্বন্দ্ব কি, দ্বন্দ্ব রূপান্তর, জলবায়ু পরিবর্তনের ফলে দ্বন্দ্ব রূপান্তর কিভাবে হয়, দ্বন্দ্ব বিশ্লেষণ, দ্বন্দ্ব বিশ্লেষণের উপাদান, গ্রুপ ওয়ার্ক দ্বন্দ্বের ক্যামেল ও ক্যারেক্টার নির্বাচন করা হয় অলোচনা ও নাটকের মাধ্যমে দেখানো হয়। নাটকে অংশগ্রহণ করেন বারসিক শ্যামনগর রিসোর্স সেন্টারের সহকারী কর্মসূচি কর্মকর্তা থেকে রুবিনা রুবি ও জাহাঙ্গীর, রাজশাহী থেকে উত্তম, মানিকগঞ্জ থেকে রুমা আক্তার যুব প্রতিনিধিরা।

এছাড়াও কর্মশালাটি প্রাণবন্ত করতে সাংস্কৃতিক পর্ব রাখা হয়। যেখানে কুইজ, নাচ, গান, আবৃত্তি, অভিনয়, কৌতুক, গল্পতে অংশ নেয় কর্মশালায় অংশগ্রহণকারীরা। অংশগ্রহনকারীরা জানান ‘জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় এলাকা নানা রকম সমস্যা হয়ে থাকে কিন্তু সেটা তারা জানতো না প্রশিক্ষণের মাধ্যমে তারা ধারণা সুস্পষ্ট হয়েছে।


স্মৃতি/এআর

13Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর