1. [email protected] : News room :
সাইন বোর্ড নেই সরকারি অফিসে! - লালসবুজের কণ্ঠ
মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৭:১৯ পূর্বাহ্ন

সাইন বোর্ড নেই সরকারি অফিসে!

  • আপডেটের সময় : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২০

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রশাসনের অধিনে পরিচালিত অতি গুরত্বপূর্ন সরকারি একটি অফিস দীর্ঘদিন যাবৎ সাইন বোর্ড ছাড়াই চলছে। এতে বিপাকে পরতে হচ্ছে এ অফিসে সেবা নিতে আসা ভুক্তভোগী জনসাধারনকে।

এমনকি অফিসের কর্মকর্তাদের নামের তালিকার বোর্ডেও বর্তমান কর্মরত অফিসারের নামও লেখা হয়নি যদিও তিঁনি ৩ মাস পূর্বে যোগদান করেন এ অফিসে। দীর্ঘদিন যাবৎ এভাবেই অফিসটি পরিচালিত হয়ে আসলেও দেখার যেন কেউ নেই।

পাঁচবিবি রেলগেটের পূর্ব পাশের্^ হাবিব মন্ডলের দোতালায় অবস্থিত সাইনবোড বিহীন পাঁচবিবি উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিসটি। সরেজমিনে গিয়ে দেখাযায় অফিসের নামের কোথাও কোন সাইনবোর্ড। অফিসে সেবা নিতে আসা উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের আগাইড় গ্রামের একজন মিল মালিক সাইফুল ইসলাম সাবুর সঙ্গে কথা হয়।

তিঁনি বলেন- এমন গুরুত্বপূর্ন একটি সরকারি অফিসের সাইনবোর্ডও গুরুত্ব বহন করে। অফিসটির প্রধান ফটকের সামনেই মামুন ভ্যারাইটি স্টোরের মালিক বলেন, বিল্ডিংয়ের গেটের উপর এক পাশে দেয়ালে অফিসটির নাম লেখা ছিল।

তিঁনি আরো বলেন, প্রায় দেড় বছর আগে সমস্ত বিল্ডিংটিতে নতুন করে রং করায় লেখাটি মিশে যায় কিন্ত আজও নতুন করে আর লেখে নাই কর্তৃপক্ষ। অফিস সহকারি আসওয়াদুন বিথী বলেন আগে আমি জয়পুরহাট সদরে চাকরী করতাম এক বছর আগে বদলি হয়ে পাঁচবিবি অফিসে যোগদান করি। যোগদানের আগে থেকেই সাইনবোর্ড চোখে পড়ে নাই বলেও তিঁনি জানান।

সরকারের সকল সুযোগ-সুবিধা গ্রহন করেন অথচ সামান্য কয়েক টাকা মূল্যের সরকারি অফিসের সাইনবোর্ড নেই কেন জানতে চাইলে, পাঁচবিবি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ইউনুস আলী মন্ডল বলেন, এখানে যোগদানের পর থেকেই অফিসের সব কিছু একটার পর একটা গোছগাছ করছি। তিঁনি আরো বলেন, সামনের সপ্তাহেই সাইনবোর্ড টাঙ্গানো হবে।

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে এমন একটি গুরত্বপূর্ন অফিস সাইনবোর্ড বিহীন কেমনে চলছে এমন প্রশ্নে উপজেলা নির্বাহী অফিসার নাদিম সারওয়ার বলেন, বিষয়টি শুনলাম অতি দ্রুত ওই অফিসের কর্মকর্তাকে ডেকে সাইনবোর্ড টাঙনোর ব্যবস্থা করা হবে।

11Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর