1. [email protected] : News room :
শিবগঞ্জ হাসপাতালে অব্যবস্থাপনার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ - লালসবুজের কণ্ঠ
শনিবার, ১৮ মে ২০২৪, ০৯:৫০ পূর্বাহ্ন

শিবগঞ্জ হাসপাতালে অব্যবস্থাপনার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৮ জুন, ২০১৯

নিজস্ব প্রতিবেদক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনার প্রতিবাদে বিক্ষোভ করেছে সরকারি মডেল হাই স্কুলের শিক্ষার্থীরা । আজ মঙ্গলবার (১৮জুন) দুপুরে হাসপাতালের মুল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করে তারা। বিক্ষোভকারি শিক্ষার্থীরা জানান,সোমবার (১৭জুন) সড়ক দূর্ঘটনায় আহত হন একই স্কুলের সাবেক শিক্ষার্থী সান ও আল আমিন। তারা দুজনকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা না দিয়েই রাজশাহী মেডিকেলে স্থানাস্তর করেন। পরে রাজশাহী যাওয়ার পথেই মারা যান সান।

শিক্ষার্থীদের দাবি-হাসপাতালের অব্যবস্থাপনার খবরে তারা এক সপ্তাহধরে তথ্য সংগ্রহ করছেন। সেখানে চিকিৎসকদের অবহেলা,ঔষধ সঙ্কট,অ্যামবুলেন্সের অতিরিক্ত ভাড়া আদায়,টয়লেট নোংরা,জেনারেটর নষ্টসহ বিভিন্ন অনিয়মের চিত্র দেখতে পান। অনিয়ম দুর করতে ও সেবার মান বাড়াতে তারা বিক্ষোভ করেন। পরে হাসপাতালের বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার চিত্র প্রকাশ করেন মেডিকেলের টিআইচ ডা.আক্তা হোসেনের কাছে। টিআইচ ডা.আক্তা হোসেন শিক্ষার্থীদের অভিযোগগুলো সম্পর্কে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

1.6K+Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর