1. [email protected] : News room :
শিক্ষার্থী ধর্ষণ: কঠোর শাস্তি চাইলেন তারা - লালসবুজের কণ্ঠ
সোমবার, ০৬ মে ২০২৪, ০৮:২৬ পূর্বাহ্ন

শিক্ষার্থী ধর্ষণ: কঠোর শাস্তি চাইলেন তারা

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২০

লালসবুজের কণ্ঠ ডেস্ক:
রোববার সন্ধ্যায় বান্ধবীর বাসায় যাওয়ার পথে ধর্ষণের শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।

এ ঘটনায় অপরাধীদের বিচার ও শাস্তির দাবিতে আন্দোলনে নেমেছে ঢাবি শিক্ষার্থীরা। পাশাপাশি ‍বিভিন্ন সংগঠনও ওই ঘটনার প্রতিবাদে আন্দোলনে সামিল হয়েছে। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে নাগরিক সমাজ। এবার ঘটনার বিচার চেয়ে সোচ্চার হলেন চলচ্চিত্রের জনপ্রিয় তিন নায়িকা।

চিত্রনায়িকা আরিফা পারভিন জামান মৌসুমী বলেন, ‘একটি মেয়ে বাইরে বের হতে পারবে না, কাজে যেতে পারবে না, স্বাভাবিক অধিকার থেকে বঞ্চিত হবে- এটা মেনে নেয়া যায় না। বাংলাদেশ বলে কথা নয়, কোনো দেশেই এমন হওয়া উচিৎ নয়। এর সুষ্ঠু বিচার চাই।’

মৌসুমী ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘ধর্ষকদের অবশ্যই চিহ্নিত করতে হবে। কারা এই নোংড়া কাজগুলো করছে তাদের মুখোশ খুলে দিতে হবে। আমি মনে করি, এগুলো নিয়ে গবেষণা করা উচিৎ। কারণ ছেলেগুলো কেন এমন কাজ করছে! এটা খুনের চেয়েও ভয়াবহ অপরাধ!’

চিত্রনায়িকা পপি বলেন, ‘ধর্ষকদের কী করা উচিৎ সবাই জানে। আইন জানে, সরকার জানে, জনগণও জানে। কিন্তু কেউ কিছু করছে না! কিছুই হচ্ছে না! কঠোর না হলে আমরা কেউ সেইভ না। যে কোনো মেয়ে যে কোনো সময় হ্যারাসমেন্টের শিকার হতে পারে। আমরা হাই রিস্‌কে আছি।’

পপি আরো বলেন, ‘আইন যতক্ষণ পর্যন্ত কঠোর না হবে, যতক্ষণ আইনের সঠিক প্রয়োগ না হবে ততক্ষণ এই কাজ হতেই থাকবে। এক সময় এটাই নিয়ম হয়ে যাবে! অপরাধীর সাহস বেড়ে যাবে। এখনও তাই হচ্ছে। যখন কোনো অপরাধী দেখে তার শাস্তি হচ্ছে না, তখন সে একই অপরাধ বারবার করবে। সুতরাং কঠোর শাস্তির বিকল্প নেই।’

চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেন, ‘এ ধরনের অপরাধীদের ওপেন প্লেসে মৃত্যুদণ্ড দেয়া উচিৎ। এত প্রতিবাদ সত্ত্বেও কোনো প্রতিকার হচ্ছে না!’

বিস্মিত কণ্ঠে অপু প্রশ্ন ছুড়ে দিয়ে জানতে চান- কোনো মা, কোনো বোন, কোনো কন্যা ধর্ষিতা হয়েছে- মানুষ হিসেবে এর চেয়ে লজ্জার আর কী হতে পারে?

অপু আরো বলেন, ‘এটা খুব দুঃখজনক। কিন্তু এর প্রতিকার হতে হবে। ধর্ষকদের এমন কোনো মর্মান্তিক শাস্তি দেয়া উচিৎ যা দেখে অন্যরা এই ধরনের জঘন্য কাজ করতে সাহস পাবে না। ধর্ষকদের মনে ভয় জন্মাবে।’

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর