1. [email protected] : News room :
লালমনিরহাটে দুই লাখ টাকার জামদানী শাড়ী উদ্ধার - লালসবুজের কণ্ঠ
বুধবার, ০৮ মে ২০২৪, ০৯:৫২ পূর্বাহ্ন

লালমনিরহাটে দুই লাখ টাকার জামদানী শাড়ী উদ্ধার

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০

লালসবুজের কণ্ঠ রিপোর্ট,লালমনিরহাট:


লালমনিরহাট সীমান্তে দিয়ে ভারত থেকে চোরাই পথে আসা ১৯৩ পিচ ভারতীয় জামদানী শাড়ি উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত শাড়ির আনুমানিক মূল্য প্রায় দুই লক্ষ টাকা।

বৃহস্পতিবার (১৯নভেম্বর) দুপুর ২টায় লালমনিরহাট শহরের এসএ পার্সলে এন্ড কুড়িয়া সার্ভিস থেকে পুলিশ ভারতীয় শাড়ী উদ্ধার করেন। এর আগে বৃহস্পতিবার ভোরে বুড়িমারী আসা ভারতীয় শাড়ীগুলো লালমনিরহাট এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসে নিয়ে আসে এক ভ্যান চালক। তিনি বুকিং করে চলে যান ওই ভ্যান চালক।

লালমনিরহাট এনএসআই ও লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলমের যৌথ নেতৃত্ত্বে এ উদ্ধার অভিযান শুরু করে। এঅভিযানে মোট ৪ বস্তায় ১৯৩ পিচ জামদানী শাড়ী ও উদ্ধার করে।

উদ্ধার অভিযান শেষে এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের ম্যানেজার তপন চন্দ্রকে(৩৫) ও বুকিং সহকারী ইমরান হোসেনকে (৪০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করে লালমনিরহাট সদর থানা পুলিশ।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম বলেন, আমরা অবৈধ ভারতীয় শাড়ীগুলো উদ্ধার করছি। জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে আটক করা হয়েছে।

 


লালসবুজের কণ্ঠ/লালমনিরহাট/সোহান

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর