1. [email protected] : News room :
রাবিতে সাংবাদিক মারধরে জড়িত কাজলকে বহিষ্কারের দাবিতে অবস্থান কর্মসূচি - লালসবুজের কণ্ঠ
শুক্রবার, ১০ মে ২০২৪, ০২:২৫ অপরাহ্ন

রাবিতে সাংবাদিক মারধরে জড়িত কাজলকে বহিষ্কারের দাবিতে অবস্থান কর্মসূচি

  • আপডেটের সময় : রবিবার, ৫ জুন, ২০২২

রাজশাহী প্রতিবেদক:


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিককে মারধরের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকরা।

রোববার বেলা সাড়ে ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনের সামনে তারা এ কর্মসূচি পালন করছেন।

অবস্থান কর্মসূচি থেকে সাংবাদিকরা ৩ টি দাবি তোলেন। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সেখানে অবস্থান করবেন।

তাদের দাবিগুলো হলো – এ ঘটনায় জড়িত গিয়াসউদ্দিন কাজলকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে। এ ঘটনার তদন্তে গাফিলতির কারণে মাদার বখশ হলের প্রাধ্যক্ষ শামীম হোসেনকে অপসারণ করতে হবে এবং আবাসিক হলগুলোতে শিক্ষার্থী নির্যাতন বন্ধে আইন পাশ করতে হবে।

এর আগে সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট থেকে একটি মৌন মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

উল্লেখ্য, গত ২৯ মে বিশ্ববিদ্যালয়ের মাদার বখস হলের টিভি রুমে খেলা দেখার সময় বাইরে গিয়ে সিগারেট খাইতে বলায় বিডি মর্নিংয়ের রাবি প্রতিনিধি মো. শাহাবুদ্দিন ইসলামকে মারধর করে হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি গিয়াসউদ্দিন কাজল। এ ঘটনার বিচারের জন্য একটি তদন্ত কমিটি গঠন করে ‘অতি সত্বর’ প্রতিবেদন জমা দিতে বলা হলেও সেই কমিটি এখনো তদন্ত শুরু করেনি।


টিআর/এআর

25Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর