1. [email protected] : News room :
রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম থাকায় চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন - লালসবুজের কণ্ঠ
বুধবার, ০১ মে ২০২৪, ০৩:১৩ পূর্বাহ্ন

রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম থাকায় চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

  • আপডেটের সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা আন্তর্জাতিক ট্রাইবুনালের চীফ প্রসিকিউটর এ্যাড. গোলাম আরিফ টিপুসহ মুক্তিযোদ্ধাদের নাম রাজাকারের তালিকায় প্রকাশকারীদের চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমুলক শাস্তি ও গ্রেফতারের দাবীতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালন করেছে।

বাংলাদেশ ছাত্রলীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে আজ রবিবার বেলা সাড়ে ১১টায় নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে এ মানববন্ধন পালিত হয়।

মানববন্ধনে জাসদসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহন করে।

ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য দেন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ মনিরুজ্জামান মুনির, নাগরিক কমিটির উপদেষ্টা নাইমুল বারি, জেলা জাসদের সহ-সভাপতি আব্দুল হামিদ রুনু, জেলা যুবজোটের সভাপতি মোঃ তরিকুল ইসলাম, জাতীয় শ্রমিকজোটের জেলা আহ্বায়ক সাজেমান মন্ডল, পৌর ছাত্রলীগের সভাপতি শামিম হোসেন, ছাত্রলীগ নবাবগঞ্জ সরকারি কলেজ শাখার সভাপতি মোঃ তসিকুল রেজা খান প্রমুখ।

বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনার নিবেদিতপ্রাণ ব্যক্তিদের নাম রাজাকারের তালিকায় প্রকাশ পাওয়ায়, তাদের পরিবার, মুক্তিযোদ্ধসহ সাধারণ মানুষ বিস্মিত ও ক্ষুব্ধ। কিভাবে রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম এলো, সেই প্রশ্ন এখন জনমনে। এটি সুদূর প্রসারী ষড়যন্ত্র।

বর্তমান সরকার মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হওয়ার পরও রাজাকারের তালিকাভুক্ত হওয়ায় তীব্র নিন্দা এবং জড়িতদের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

80Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর