1. [email protected] : News room :
রাজশাহীতে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন - লালসবুজের কণ্ঠ
রবিবার, ০৫ মে ২০২৪, ০৪:৫১ অপরাহ্ন

রাজশাহীতে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯

রাজশাহী ব্যুরো: রাজশাহী নগরীর লক্ষ্মীপুর মোড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের উদ্বোধন করা হয়েছে। রাজশাহী জেলা পরিষদ ২১ ফুট উচ্চতার এই ম্যুরালটি নির্মাণ করেছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় এ ম্যুরালের উদ্বোধন করেন, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

এময় বক্তব্যে মেয়র বলেন, বিএনপি যখন সারাশহরে আওয়ামী লীগের নেতাকর্মীদের মামলা, হামলা করে নাজেহাল করছিল তখন জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনের এই লক্ষ্মীপুর মোড় ছিলো সবার আশ্রয়স্থল। মুর‌্যাল নির্মাণের ফলে বিএনপি-জামায়াত ও তাদের প্রেতাত্মারা এই পথ দিয়ে যাওয়ার সময় ভয়ে শিহরিত হবে।

মেয়র বলেন, রাজশাহী কলেজ কর্তৃপক্ষ একটি বঙ্গবন্ধুর সুউচ্চ ম্যুরাল করেছে। এটা দ্বিতীয় ম্যুরাল হলো। আগামী বছর জাতির পিতার জন্মশত বার্ষিকীর আগেই রাজশাহীতে আরও ৬ থেকে ৭টি ম্যুরাল নির্মাণের সিদ্ধান্ত হয়েছে।

এর মধ্যে সিআ্যান্ডবি মোড়ে জেলা পরিষদের জমিতে নির্মাণ হবে ৭২ ফুট উঁচু একটি ম্যুরাল। এর ডিজাইন ইতিমধ্যেই প্রস্তুত হয়েছে। এটি হবে দেশে বঙ্গবন্ধুর সবচেয়ে উঁচু ম্যুরাল।

রাজশাহী জেলা পরিষদ চেয়াম্যান মোহাম্মদ আলী সরকারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী-৫ আসনের সাংসদ মুনসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, রাজশাহী কলেজের অধ্যক্ষ হবিবুর রহমান, সাবেক নারী সাংসদ জিন্নাতুন নেসা তালুকদার, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা প্রমুখ।

33Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর