1. [email protected] : News room :
রংপুর নগরীতে বিপুল পরিমান নকল সুরক্ষা সামগ্রীও উদ্ধার - লালসবুজের কণ্ঠ
সোমবার, ০৬ মে ২০২৪, ০২:৫৩ অপরাহ্ন

রংপুর নগরীতে বিপুল পরিমান নকল সুরক্ষা সামগ্রীও উদ্ধার

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০

রংপুর ব্যুরো:  বিভিন্ন বড় বড় কোম্পানীর নামে নকল সুরক্ষা সামগ্রী প্রস্তুত করে গ্রাহকদের প্রতারণার অভিযোগে ইকবাল হোসেন নামের একজনকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ।

এসময বিপুল পরিমান নকল সুরক্ষা সামগ্রীও উদ্ধার করে তারা।

রংপুর মেট্রোপলিটন পুলিশ,অতিরিক্ত পুলিশ সুপার (গোয়েন্দা) আবু মারুফ হোসেন লালসুবজের কণ্ঠকে বলেন,মঙ্গলবার বিকেলে নগরীর খাসপাগা বালাপাড়া এলাকায় প্রনয় বণিকের চাতালে অভিযান চালায় আরপিএমপির গোয়েন্দা বিভাগ। এসময় সেখান থেকে নকল ১৬ কার্টন ভিক্সল, মেডিকেটেড প্রিমিয়াম ভিনাইল ১০ কার্টন, হারটিক্স, প্লাস্টিকের ড্রাম, জারকিন, বিভিন্ন ধরনের ক্যামিকেল উদ্ধার করা হয়।

যার আনুমানিক মুল্য তিন লাখ টাকা। ঢাকায় একটি ক্যামিকেল কোম্পানীতে কর্মরত ইকবাল হোসেন ওই চাতালের বাড়ি ভাড়া নিয়ে দর্ঘিদিন ধরে বিভিন্ন কোম্পানীর মোড়ক লাগিয়ে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই নিজেই তৈরি করে তা বাজারজাতকরতো।

যা করোনাকালীন সময়ে বিশাল স্বাস্থ্যঝুকি বলে জানিয়েছে পুলিশ।

শফিউল/রংপুর/এস এস

47Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর