1. [email protected] : News room :
মাদক বিক্রির প্রতিবাদ করায় সাংবাদিকের বাড়িতে হামলা - লালসবুজের কণ্ঠ
মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৭:০৭ পূর্বাহ্ন

মাদক বিক্রির প্রতিবাদ করায় সাংবাদিকের বাড়িতে হামলা

  • আপডেটের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২০

লালসবুজের কণ্ঠ সারাদেশ ডেস্ক

টাঙ্গাইলে মাদক বিক্রির প্রতিবাদ করায় ইংরেজি দৈনিক নিউ এজ-এর স্টাফ রিপোর্টার হাবিব খানের বাসায় হামলা চালিয়েছে মাদক কারবারিরা। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ৭/৮ জনের একটি দল তার দক্ষিণ থানাপাড়ার বাসায় এ হামলা চালায়।

এ বিষয়ে হাবিব খান বলেন, বেশকিছু দিন ধরে দক্ষিণ থানাপাড়া এলাকায় অনেকটা প্রকাশ্যেই মাদক ব্যবসা চলছে। এ কারণে এলাকায় দিনেদুপুরে চুরির পরিমাণ বেড়ে গেছে। চিহ্নিত মাদকসেবীদের কাছে সাধারণ ব্যবসায়ীরাও জিম্মি হয়ে পড়েছে। তাদের ভয়ে নিরীহ মানুষ মুখ খুলতে সাহস পায় না।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরেই এ মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করে আসছি। সন্ধ্যায় কয়েকজন মাদক ব্যবসায়ীকে এ কাজ থেকে বিরত থাকার কথা বলি। পরে রাতে তার বাসায় হামলা হয়। এ সময় ৭/৮ জনের একটি দল বাসার গেটে এসে নাম ধরে ডাকতে থাকে। পরিচয় জানতে চাইলেই তারা অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। সেই সঙ্গে তারা বাড়ির দরজায় রড, লাঠি-হাতুড়ি দিয়ে আঘাত করতে থাকে। এ সময় তিনি টাঙ্গাইল সদর থানায় যোগাযোগ করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার তৎক্ষণাৎ পুলিশ পাঠালে তারা পালিয়ে যায়। এ ঘটনায় তার জীবনের নিরাপত্তা চেয়ে সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন বলেও তিনি জানান।

এদিকে মাদক বিক্রির প্রতিবাদ করায় সাংবাদিক হাবিব খানের বাসায় হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন প্রেসক্লাব মির্জাপুরের সাংবাদিকরা।

বুধবার সন্ধ্যায় প্রেসক্লাব মির্জাপুরের সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম এরশাদ মিঞার সঞ্চালনায় জরুরি সভায় এ প্রতিবাদ জানানো হয়। এসময় অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।

এ ব্যাপারে সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে।
তারেক-লাল

10Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর