1. [email protected] : News room :
মশায় অতিষ্ঠ জামালপুর পৌরবাসী - লালসবুজের কণ্ঠ
রবিবার, ১৯ মে ২০২৪, ০৪:৪৮ পূর্বাহ্ন

মশায় অতিষ্ঠ জামালপুর পৌরবাসী

  • আপডেটের সময় : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২

শেখ ফজলে রাব্বি


জামালপুর পৌরসভার বিভিন্ন এলাকায় মশার উপদ্রবে টেকা কঠিন হয়ে পড়েছে। ঘরের দরজা-জানালা বন্ধ করেও রেহাই মিলছে না। মশার জ্বালায় শিশু থেকে বৃদ্ধ প্রত্যেক মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে।

পৌর শহরে ময়লা-আবর্জনার স্তূপ ও ড্রেন যথাযথ পরিষ্কার না থাকার ফলে প্রচুর মশা জন্ম নিচ্ছে। অন্যদিকে দীর্ঘদিন ধরে পৌরসভাও মশা নিধনের কোন ব্যবস্থা নিচ্ছে না।ফলে বেড়ে গেছে মশার উপদ্রব।

পৌরসভার এক শিক্ষক বলেন, সন্ধ্যা নামার পর থেকেই ঘরে মশার উপদ্রব বেড়ে যাচ্ছে। ঘরের দরজা-জানালা বন্ধ রাখলেও মশা কমছে না।সামনে ডেংগু এবং চিকন গুনিয়ার সিজন শুরু হতে যাওয়ায় মশা নিয়ে আতংকে রয়েছে এলাকাবাসী।

ফুলবাড়ীয়া  গ্রামের শিক্ষার্থী তুষার বলেন, এবার মশার উপদ্রব যেন খুব বেশি। মশার কামড়ে সন্ধ্যা থেকেই অতিষ্ঠ হতে হয়। কয়েল, ধোঁয়া দিয়েও কাজ হচ্ছে না।শুধু রাতে না, দিনেও ঘর একটু অন্ধকার হলেই মশা কামড়াচ্ছে। ফলে অনেক সময় দিনেও মশারি ব্যবহার করতে হচ্ছে।

বিগত বছর গুলোর তুলনায় অতিরিক্ত মশার উপদ্রুত দেখা যাচ্ছে জামালপুর শহরে। পৌরসভার মশক নিধন কার্যক্রম উল্লেখযোগ্য ভাবে না থাকায় অতিষ্ঠ হয়ে উঠেছে পৌরবাসী এমনটাই দাবী করছেন সচেতন মহল।

পৌরবাসীর দাবি,বিগত বছরগুলোতে পৌরসভার উদ্যোগে বিভিন্ন এলাকায় মশক নিধক ওষুধ স্প্রে করা হয়েছে।কিন্তু এই বছর পৌরসভায় এ ধরনের কোনো কার্যক্রম চোখে পড়ে নি।

মশার উপদ্রুপ থেকে রক্ষ্যা পেতে পৌর মেয়রের দ্রুত হস্তক্ষ্যেপ কামনা করেছেন পৌরবাসী।

রাব্বি/স্মৃতি
0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর