1. [email protected] : News room :
মধুমতির ফ্যাক্টরি পরিদর্শন করে সন্তষ্ট জাপানি প্রতিনিধি দল - লালসবুজের কণ্ঠ
শুক্রবার, ০৩ মে ২০২৪, ০২:৩৯ অপরাহ্ন

মধুমতির ফ্যাক্টরি পরিদর্শন করে সন্তষ্ট জাপানি প্রতিনিধি দল

  • আপডেটের সময় : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২০

শিবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের সুনামধন্য প্রতিষ্ঠান মধুমতি বিজনেস ডেভলপমেন্ট লিমিটেডের কারখানা পরিদর্শন করেছেন জাপানের জুজু ইন্টারন্যাসনাল কোম্পানীর চাইনার প্রতিনিধি দল। শুকত্রবার (৩জানুয়ারী) দিনভর কানসাট ইউনিয়নের মধুমতি বাজারের কারখানা পরিদর্শন করেন দলের সদস্যরা। তাদের মধ্যে উপস্থিত ছিলেন,জুজু ইন্টারন্যাসনাল কোম্পানীর প্রতিনিধি ইয়ে চাংচিং,ইয়েন গুয়োজো ও মো.আসাদ।

তারা মধুমতি বিজনেস ডেভলপমেন্ট লিমিটেডের উৎপাদিত খাবার পানি,অ্যাসিড পানি,তেল,ছাপা খানা,মসলা,আটা ও গাড়ল খামার পরিদর্শন করেন। এসময় এক প্রতিক্ষিয়ায় চায়নার প্রতিনিধি দলের সদস্যরা জানান,বাংলাদেশের প্রত্যন্তগ্রামাঞ্চলে এমন উদ্যোগ বিরল।

যা ইতি মধ্যে আর অন্য কোথাও চোখে পড়েনি। মধুমতি বিজনেস ডেভলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো.মাসুদ রানার এমন উদ্যোগ কে স্বাগত জানিয়ে বলেন,বর্তমানে দেশে হাজার হাজার শিক্ষিত বেকার যুবক রয়েছে। অনেকের যোগ্যতা থাকা সত্তেও চাকুরি হচ্ছেনা। অতচ মধুমতিতে প্রায় সাড়ে চারশ কর্মকর্তা কর্মচারী চাকুরি করছে। যা খুবই বিরল।


প্রতিনিধি দলের সদস্যরা মধুমতির সাফল্য কামনা করে বলেন,আগামীতে এই প্রতিষ্ঠানটির সকল উৎপাদিত পণ্য সারা দেশ ব্যপি ছড়িয়ে দিতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া বৃহত্ত পরিসরে মধুমতি কে আরও এগিয়ে নিতে বিনিয়োগ করার প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

এর আগে ওই প্রতিনিধি দলের সদস্যদের ফুলের শুভেচ্ছা জানান,মধুমতি বিজনেস ডেভলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো.মাসুদ রানা,জিএম মো.আসাদুল্লাহ,দৈনিক লালসবুজের কণ্ঠ পত্রিকার বার্তা সম্পাদক মো.তারেক রহমানসহ ঊর্দ্ধতণ কর্মকর্তা বৃন্দ।

2.4K+Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর