1. [email protected] : News room :
ভাষা শহীদ ড. শামসুজ্জোহা স্মরণে স্বজন সপ্তাহ পালন - লালসবুজের কণ্ঠ
সোমবার, ২০ মে ২০২৪, ০২:৪৫ পূর্বাহ্ন

ভাষা শহীদ ড. শামসুজ্জোহা স্মরণে স্বজন সপ্তাহ পালন

  • আপডেটের সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২০

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্বজন’র সপ্তাহব্যাপি ‘ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন’র কার্যক্রম চলছে।

আজ রবিবার সকাল থেকে স্বেচ্ছাসেবী সংগঠন স্বজনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কিছু সংখ্যক শিক্ষার্থী ব্লাড গ্রুপ নির্ণয়ের জন্য সেখানে ভীর জমিয়েছে। ব্লাড গ্রুপ নির্ণয়ের জন্য সকলের কাছে ১০ টাকা করে এন্ট্রি ফি নিয়ে টোকেন দেওয়া হচ্ছে।

সংগঠনটির সদস্যদের দ্বারা ব্লাড গ্রুপ নির্ণয় করা হচ্ছে। ব্লাড গ্রুপ নির্ণয় শেষে সংগঠনটির সদস্যরা তাদের নাম, বিভাগ ও ফোন নাম্বার তাদের খাতায় তুলে নিচ্ছে।

স্বজনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক আবদুল্লাহ মুহাম্মাদ তাহির বলেন, ‘আমরা রাজশাহী মেডিকেলসহ বিভিন্ন জায়গায় ব্লাড সরবরাহ করে থাকি।

পরবর্তীতে আমাদের ব্লাডের প্রয়োজন হলে আমরা তাদের সাথে যোগাযোগ করার জন্য এসব তালিকা করছি।’

তিনি আরো বলেন, ‘আমাদের লক্ষ্য হলো যারা ব্লাড গ্রুপ জানে না, বিশেষত ক্যাম্পাসের যারা প্রথম বর্ষের শিক্ষার্থী তাদেরসহ সকলকেই তাদের ব্লাড গ্রুপ সম্পর্কে অবহিত করা।

পাশাপাশি সবার মাঝে সচেতনতা সৃষ্টি করে আমরা একটা আন্দোলন গড়ে তুলতে চাই, যাতে রক্তের অভাবে কেউ না মারা যায়।

আগামী ১৩ ফেব্রুয়ারি ২০২০ পর্যন্ত আমরা এই ব্লাড গ্রুপিং কাম্পেইন করব।

সংগঠনটির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর বলেন, আমরা বিভিন্ন দিবসে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন করার ধারাবাহিকতায় এবার আমরা সপ্তাহব্যাপি ‘ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন’ করছি।

আমাদের এ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো যারা স্বেচ্ছায় রক্তদানে উৎসুক নয় তাদের ব্লাড গ্রুপিংয়ের পাশাপাশি তাদের এ ভ্রান্ত ধারনা দূর করা জন্য তাদের উৎসাহ প্রদাণ করছি।

একজন নবাগত শিক্ষার্থীর ব্লাড গ্রুপিং এর মাধ্যমে ক্যাম্পেইনের উদ্ধোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় ছাত্র উপদেষ্টা প্রফেসর লায়লা আরজুমান বানু।

তিনি স্বজনের এ আয়োজনকে স্বাগতম জানিয়ে বলেন, নবীনদের মাঝে সামাজিক সচেতনতা সৃষ্টি করতে হবে এবং এসব কাজে উদ্বুদ্ধ করতে সবার প্রতি আহ্বান জানান।এছাড়াও তিনি সংগঠনটির উত্তরোত্তর সফলতা কামনা করেন।

এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. শেরেজ্জামান।

তিনি স্বজনের কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করে বলেন, স্বজন দীর্ঘদিন যাবৎ মানবতার সেবায় কাজ করে যাচ্ছে।

তিনি এই কাজকে দেশের বিভিন্ন অঞ্চলে প্রচার ও প্রসারনা বৃদ্ধি করার পরামর্শ দেন।

প্রসঙ্গত, বায়ান্নর ভাষা শহীদদের স্মরণে ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. শামসুজ্জোহা স্যারের স্মরণে আয়োজিত এই ক্যাম্পেইন এ সপ্তাহের শেষ অবধি পর্যন্ত অব্যাহত থাকবে।

29Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর