1. [email protected] : News room :
বৈদ্যুতিক শকে চিতা বাঘের মৃত্যু, আরো একটি লোকালয়ে; আতংকে গ্রামবাসী - লালসবুজের কণ্ঠ
বুধবার, ০৮ মে ২০২৪, ০৫:৩৬ অপরাহ্ন

বৈদ্যুতিক শকে চিতা বাঘের মৃত্যু, আরো একটি লোকালয়ে; আতংকে গ্রামবাসী

  • আপডেটের সময় : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২

লালসবুজের কণ্ঠ রিপোর্ট, নীলফামারী


নীলফামারীর একটি গ্রামের মুরগীর খামাড়ে বৈদ্যুতিক শকে এক চিতা বাঘের মৃত্যু হয়েছে। এসময় আরো একটি চিতা বাঘ লোকালয়ে থাকায় আতংকে ভুগছে গ্রামবাসী। আজ শুক্রবার নীলফামারী জেলা সদরের চওরাবড়গাছা ইউনিয়নের দলবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে।

লোকালয়ে থাকা জীবিত অপর চিতা বাঘটি উদ্ধারে দুপুরে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে রংপুর বনবিভাগের কর্মকর্তাসহ উপজেলা প্রশাসেন কর্মকর্তাগণ বলে জানিয়েছেন নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার।

স্থানীয়দের বারত দিয়ে চওরাবড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের বিটু জানান, শুক্রবার দিবগত রাত তিনটার দিকে গ্রামের ওলিয়ার রহমানের মুরগির খামাড়ের পিছনে বৈদ্যুতিক তাড়ে জড়িয়ে একটি চিতা বাঘের মৃত্যু হয়। এসময় আরো একটি চিতা বাঘ ওই খামারের পিছনে দেখতে পান খামার মালিকের বাবা খতিব উদ্দিন। এসময় তিনি তাঁর ছেলে ও জামাইকে খবর দিলে তারা এসে দেখতে পান একটি চিতা বাঘ বৈদ্যুতিক জড়িয়ে মারা গেছে এবং ওই বাঘের সঙ্গনি পাশ^বর্তি ভূট্টা খেতে আশ্রয় নিয়েছে। বিষটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা বন কর্মকতাকে অবগত করা হলে তারা এসে মৃত চিতা বাঘটি উদ্ধার করে নিয়ে যায়। তাবে জীবিত থাকা অপর চিতা বাঘটি এখনও উদ্ধার না হওয়ায় চরম আতংকে রয়েছে গ্রামবাসী।

মুরগির খামার মালিক ওলিয়ার রহমান জানান, খামাড়টিতে তিন হাজার মুরগি রয়েছে। বিগত এক মাস থেকে প্রতিরাতেই খামারে বন বিড়াল ও শিয়ালের আক্রমন চালিয়ে গড়ে ১০ থেকে ১৫টি করে মুরগি বের করে নিয়ে যাচ্ছিল। এমন অবস্থায় দু’ সপ্তাহ আগে পুরো খামারটি জিআই তার দিয়ে ঘেরার পর বৈদ্যুতিক সংযোগ স্থাপন করি। এতে ওই বৈদ্যুতিক তারে শক খেয়ে পাঁচটি বনবিড়াল ও একটি শেয়ালের মৃত্যু হয়।

শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে আমার বাবা জানায় বড় একটা জন্তু খামারের বৈদ্যুতিক তাড়ে আটক হয়েছে এসময় আরো একটি বড় জন্তু বিকট শব্দে আহাজারী করছে। এমন খবর পেয়ে আমি ও আমার দুলাভাই খামারে গিয়ে দেখে খামেরর বৈদ্যুতিক তারে জড়ি মড়ে রয়েছে আর সেখানে আরো একটি চিতা বাঘ আহাজারি করছে। সকাল ৬টার দিকে মানুষের উপস্থিতি বাড়লে আহাজারিরত চিতা বাঘটি খামার সংলগ্ন ভুট্টা খেতে লুকিয়ে পড়লে। খবর পেয়ে নীলফামারী সদর থানা পুলিশ ও বন বিভাগের লোকজন এসে মৃত বাঘটি উদ্ধার করে নিয়ে যায়। এর আগে কখনও এলাকায় এমন বাঘ আছে আমি শুনিনি। হঠাৎ করে বাঘের দেখা পাওয়ায় আমি সহ এলাকাবাসী আতংকে রয়েছি।

ওলিয়ারের বাবা প্রত্যক্ষদর্শী খতিব উদ্দিন বলেন, ‘রাত পনে তিনটার দিকে খামাড়ে পিছনে বন্য প্রাণীর আওয়াজ পেয়ে বৈদ্যুতিক শক লাইনের স্লুইচ চালু করি। এর কিছুক্ষণ পরই একটি বড় আকৃতিরম একটি জন্তু বৈদ্যুতিক তাড়ে জড়িয়ে যায়। এসময় ওই জন্তুকে বাঁচাতে আরো একটি জন্তু সেখানে বিকট আওয়াজে আহাজারি করতে থাকে। এতে আমি ভয় পেয়ে যায়, সাথে সাথে ছেলে এবং জামাইকে ডাকাডাকি করি। পরে তারা এসে টর্চ লাইট জ্বালিয়ে দেখ যে জন্তু দু’টিই চিতা বাঘ।’

প্রত্যক্ষদর্শী আব্দুর রহিম বলেন, ‘সকালে খামাড়ের পিছন থেকে মৃত বাঘটির গলায় দড়ি পেঁচিয়ে বাহিরে আনা হয়। এসময় বাঘটি দেখতে আশপাশের বিভিন্ন গ্রাম থেকে কয়েক হাজার মানুষ ভীড় জমায়। পরে পুলিশের সহযোগীতায় বন বিভাগের লোকজন এসে মৃত বাঘটি উদ্ধার করে নীলসাগরে নিয়ে যান।’

তিনি আরো বলেন,‘ মৃত চিতা বাঘটি নিয়ে যাওয়া হলেও এখনও ভুট্টা খেতে লুকিয়ে থাকা চিতা বাঘটিকে ধড়তে না পারায় চরম আতংক রয়েছি আমরা।’

নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার বলেন,‘ নীলফামারী বন বিভাগের কর্মকর্তা কাছে নিশ্চিত হয়েছি যে, বাঘ দু’টি প্রচন্ড ক্ষুর্ধাত থাকায় জঙ্গল থেকে বেড়িয়ে লোকালয়ে খাদ্যের সন্ধানে এসেছিল। মৃত বাঘটি উদ্ধার করে বন বিভাগের হেফাজতে রাখা হয়েছে। সঙ্গীয় বাঘটি ক্ষুর্ধাত এমন আশংকায় ঘটনা স্থল থেকে মানুষজনকে নিরাপদে সড়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি এলাকাটি পুলিশ প্রহরায় রাখা হয়েছে। তবে কোথ থেকে এবং কিভাবে এই চিতা বাঘ দু’টি এই গ্রামে এলো তা কেউ বলতে পারেনি। আমাদের জেলায় দক্ষ কোন বন্য প্রাণী কর্মকর্তা না থাকা দুপুরে দিকে রংপুর থেকে বন্য প্রাণী সংরক্ষণ কর্মকর্তা ঘটনা স্থলে উপস্থিত হয়েছেন।’

রংপুর বন বিভাগের বন্য প্রাণী সংরক্ষণ কর্মকর্তা স্মৃতি রাণী সিংহ জানান,‘ মৃত চিতা বাঘটি উদ্ধার করা হয়েছে সেটির ময়না তদন্ত করা হবে। এছাড়ও এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী এখানে আরো একটি জীবিত চিতা থাকার সম্ভবনা রয়েছে এমনকি তার রোষ শুনা গেছে। আমরা চিন্তা করছি সেটি কি ভাবে উদ্ধার করা যায়। খাঁচা কিংবা কোন বেড করে সেটি যদি আমরা উদ্ধার করেত নাও পারি। তবে এই চিতাটি দু’ এক দিনের মধ্যেই এই স্থান ত্যাগ করে অন্যত্রে চলে যাবে। এজন্য আমরা এলাকাবাসীকে নিরাপদে থাকতে বলেছি, যাতে তারে কেউ বাড়ি থেকে বের হয়ে এই খামাড় এলাকায় না আসেন।’

তিনি আরো বলেন,‘ যে চিতা বাঘটি এখানে মারা গেছে আমরা ধারনা করছি এটি ভারতীয় সীমানা থেকে এসেছে। এই অঞ্চলেও চিতা বাঘ দেখা যেত আগে, কিন্তু আমাদের এই অঞ্চলে বনাঞ্চল কমে যাওয়া এখন আর চিতা দেখতে পারছি না। এদের আবাস্থল হারি যাচ্ছে, আবাস্থল হারিয়ে যাওয়া এরা খাদ্য সংকট পড়ছে। আজকে তারা মুরগির খামাড়ে আক্রমণ চালিয়েছে, তারা এভাবেই বিচরন করে বেড়ায়। খাদ্য সংগ্রহের জন্য তারা এক জায়গা থেকে অন্য জায়গায় বিচরণ করে।’

যেভাবে এখানে চিতা বাঘের মৃত্যু হয়েছে তা সাধারণ মৃত্যু নয়, এটিকে হত্যা করা হয়েছে মন্তব্য করে রংপুর বন বিভাগের বন্য প্রাণী সংরক্ষণ কর্মকর্তা স্মৃতি রাণী সিংহ বলেন,‘এটি একটি হত্যা কা-া বাংলাদেশ বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা ২০২১২সালের আইনের ৩৭ ধারায় এটি দ-ণীয় অপরাধ। আমরা যথাযথ উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে খামার মালিকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সাদ্দাম/শ্রুতি 

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর