1. [email protected] : News room :
বৃষ্টির দিনে কেমন ব্যাগ ব্যবহার করা উচিত? - লালসবুজের কণ্ঠ
সোমবার, ০৬ মে ২০২৪, ০৪:২১ পূর্বাহ্ন

বৃষ্টির দিনে কেমন ব্যাগ ব্যবহার করা উচিত?

  • আপডেটের সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯

লালসবুজের কণ্ঠ লাইফস্টাইল ডেস্ক:

গত দুদিন ধরে ঝরছে বৃষ্টি। আবহাওয়া অফিস জানান দিচ্ছে আগামী দুই তিনদিনও এমন বৃষ্টি সঙ্গী হয়ে থাকবে। কিন্তু কাজ তো আর থেমে থাকে না। তাই প্রতিদিনের কাজে বের হতে হয় ঘরের বাইরে।

বৃষ্টির দিনে নারীদের সবচেয়ে বেশি ভাবতে হয় ব্যাগ নিয়ে। কেননা, সঠিক ব্যাগ নির্বাচন না করলে তা বৃষ্টিতে ভিজে যায়। ফলে দরকারি জিনিসপত্র নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এ সময় কেমন ব্যাগ ব্যবহার করা উচিত? চলুন জেনে নিই-

পানি প্রতিরোধে সক্ষম এমন ব্যাগ ব্যবহার করুন বৃষ্টির দিনে। এ ধরনের ব্যাগ সহজে পরিষ্কার করা যায় আর অতিরিক্ত যত্নের প্রয়োজন হয় না। এক্ষেত্রে অ্যাক্রেলিক ও গ্লসি ফিনিশের ব্যাগ পছন্দ করেন অনেকেই।

এ সময় কাপড় কিংবা চামড়ার তৈরি ব্যাগ এড়িয়ে চলুন। কেননা, চামড়া ব্যাগ ভিজলে গন্ধ বের হতে পারে। বৃষ্টির দিনে কমলা, মিষ্টি গোলাপি, হলুদ ইত্যাদি হালকা রংগুলো মানায় বেশি। এ সময় ধূসর, বাদামি ইত্যাদি গাঢ় রঙের ব্যাগ এড়িয়ে চলুন।

শরীরের গড়নের সাথে মিল রেখে ব্যাগ নির্বাচন করুন। লম্বা ও স্লিমদের জন্য টোটস, রিসলেটস ও স্লিং ব্যাগগুলো বেশি মানানসই। আর যারা কম উচ্চতার তারা হ্যান্ডব্যাগ ও হোবো ব্যাগগুলো ব্যবহার করতে পারেন।

রাজধানীর বিভিন্ন শপিং মলসহ অনলাইনে খোঁজ মিলবে হরেক রকম ব্যাগের। সেখান থেকে বেছে নিন নিজের পছন্দেরটি।

12Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর