1. [email protected] : News room :
বিএনপিকে নির্বাচন ভীতি পেয়ে বসেছে বলেই নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে : তথ্যমন্ত্রী - লালসবুজের কণ্ঠ
বুধবার, ০৮ মে ২০২৪, ০৬:১৪ অপরাহ্ন

বিএনপিকে নির্বাচন ভীতি পেয়ে বসেছে বলেই নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে : তথ্যমন্ত্রী

  • আপডেটের সময় : শনিবার, ৩০ জুলাই, ২০২২

সাদ্দাম আলী, নীলফামারী প্রতিনিধি:


তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি বলেছেন, বিএনপিকে নির্বাচন ভীতি পেয়ে বসেছে বলেই নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।

শনিবার দুপুরে নীলফামারীর জলঢাকা উপজেলা ডিগ্রী কলেজ মাঠে জলঢাকা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলণ শুরুর আগে সাংবাদিকের তিনি এসব কথা বলেন।

গতকালের বিএনপির হারিকেন মিছিল নিয়ে বিদ্রুপাত্নক প্রশ্ন করে মন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনী প্রতিক ধানের শীষের পরিবর্তে হারিকেন হলো কি না? তবে জনগণের আশঙ্কা এই হারিকেন কখন যেন পেট্রোল বোমা হয়ে যায়।

আগামী নির্বাচনে বিএনপিকে অংশ নেয়ার আহবান জানিয়ে এসময় তিনি আরও বলেন, সব দলের অংশগ্রহনে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের মতো কারও জন্য নির্বাচনী ট্রেন দাঁড়িয়ে থাকবেনা।

দীর্ঘ ১৮ বছর পর অনুষ্ঠিত এই কাউন্সিলের উদ্বোধন করেন নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ। জলঢাকা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি অধ্যাপক গোলাম মোস্তফার সভাপতিত্বে সম্মেলণে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন শফিক, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কার্যনির্বাহী সদস্য সাবেক এমপি অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, সাবেক এমপি অ্যাডভোকেট সফুরা বেগম রুমি, আব্দুল আউয়াল শামীম ও জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হকসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তৃতা করেন।


সাদ্দাম/এআর

14Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর