1. [email protected] : News room :
ফেনীতে একদিনেই করোনার উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু - লালসবুজের কণ্ঠ
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১২:০২ পূর্বাহ্ন

ফেনীতে একদিনেই করোনার উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু

  • আপডেটের সময় : বুধবার, ১৭ জুন, ২০২০
covid-19 coronavirus background with microscopic red virus

লালসবুজের কণ্ঠ রিপোর্ট:
গত দুইদিন ধরে জ্বর-ডায়রিয়া সহ করোনার উপসর্গ নিয়ে ফেনী শহরের বিরিঞ্চি এলাকার বাড়িতে ছিলেন সত্তরোর্ধ হোসনেআরা বেগম।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে ফেনী জেনারেল হাসপাতালে আনা হলে তিনি মারা যান। রাতেই জানাজা শেষে দানিজ ভূঞা বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
করোনা উপসর্গ নিয়ে হাসপাতালটিতে একদিনেই ৫ জনের মৃত্যু হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়,ফেনী পৌরসভার রামপুর এলাকার ৪৫ বছর বয়সী জাকিয়া সুলতানা ৪-৫ দিন ধরে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন। অক্সিজেনও নিয়েছেন।সকাল সাড়ে ১০টার দিকে মারা গেছেন। তার স্বামীও কয়েক দিন ধরে অসুস্থ। বাদ আসর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

ফেনী সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফাহিম হোসেন জানান, খবর পেয়ে স্বাস্থ্য বিভাগের লোকজন ওই নারীর বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করেন। ওই নমুনা পরীক্ষার জন্য পাঠানো হবে।

অন্যদিকে ৭০ বছর বয়সী ওই বৃদ্ধা শহরের শান্তিধারা এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। কয়েক দিন থেকে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট দেখা দেয়। গত রোববার তাকে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকের পরামর্শের পর নমুনা দিয়ে আবার বাসায় চলে যান। সোমবার (১৫ জুন)সন্ধ্যায় তার শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে আবার ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ফেনী জেনারেল হাসপাতালের আরএমও মো. ইকবাল হোসেন ভূঁঞা জানান, সোমবার সন্ধ্যায় ওই বৃদ্ধাকে হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পরই তিনি মারা যান। ওই নারীর এক ছেলেও কোভিড–১৯ আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সকালে দরবারপুর ইউনিয়নের ধলিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

এছাড়া শহরের পূর্ব মধুপুর এলাকার মো. আবু ইউসুফ (৮৫) জ্বর-শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। সন্ধ্যায় তিনি মারা যান।

সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের মজলিশপুর এলাকার আমির হোসেন মিয়া (৭৭) সকালে উপসর্গ নিয়ে মারা যান। ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সাকা জানান,উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানার তত্বাবধানে উপজেলা প্রশাসনের টিমের সহযোগিতায় বিকালে তার লাশ সওদাগর বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

লাল/হা

16Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর