1. [email protected] : News room :
ফুলবাড়ীতে বোরো ধান সংগ্রহে লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন - লালসবুজের কণ্ঠ
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০১:২৩ অপরাহ্ন

ফুলবাড়ীতে বোরো ধান সংগ্রহে লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন

  • আপডেটের সময় : রবিবার, ২২ মে, ২০২২

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:


দিনাজপুরের ফুলবাড়ীতে সরাসরি কৃষকের নিকট থেকে বোরো ধান সংগ্রহের লক্ষে উম্মুক্ত লটারীর মাধ্যমে ৬৪৬ জন কৃষককে নির্বাচিত করেছেন উপজেলা প্রশাসন এবং অপেক্ষমান কৃষক নির্বাচিত হয়েছেন ১৯৪ জন।

রোববার বিকেল ৩ টায় উপজেলা খাদ্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে আলোচনা ও লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন অনুষ্ঠানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মঈন উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে লটারী কার্যক্রম উদ্বোধণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ হাসিনা ভুঁইয়া, ওসি এলএসডি অনিমেষ সরকার, উপজেলা খাদ্য পরিদর্শক মোঃ নাসিম আল আক্তার, মিল মালিক সমিতির সভাপতি মোঃ শাসমুল মন্ডল, সাধারণ সম্পাদক মোঃ বাবু, ফুলবাড়ী প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মোঃ হারুন-উর-রশীদসহ খাদ্য দপ্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মঈন উদ্দিন বলেন, এবার ফুলবাড়ী এলএসডি তে ১০৩৩ মেট্রিক টন ও মাদিলাহাট এলএসডি তে ৯০ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করা হবে। উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১৯৩৯ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে।


আল মামুন/আতিক

20Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর