1. [email protected] : News room :
প্রধানমন্ত্রীকে নিয়ে বক্তব্যে ক্ষমা চাইলেন মিনু - লালসবুজের কণ্ঠ
রবিবার, ০৫ মে ২০২৪, ০৭:২৮ অপরাহ্ন

প্রধানমন্ত্রীকে নিয়ে বক্তব্যে ক্ষমা চাইলেন মিনু

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯

রাজশাহী ব্যুরো: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর বক্তব্যকে ‘স্লিপ অব টাং’ দাবি করে ক্ষমা চেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু।

বৃহস্পতিবার দুপুরে তার ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড করেন।

তিনি জানান, সম্প্রতি দলীয় কর্মসূচির সভায় ‌‌‍‌‌’দূত বক্তব্য বলতে গিয়ে’ তিনি প্রধানমন্ত্রীকে নিয়ে ওই বক্তব্য দেন। ‘এটা ইচ্ছাকৃত বক্তব্য নয়’। একে ‘স্লিপ অব টাং’ দাবি করে এর জন্য ক্ষমা চান তিনি।

সেখানে তিনি আরো বলেন, “একজন সিনিয়র নেতা হিসেবে এমন বক্তব্য আসা ঠিক হয়নি। এজন্য সবার কাছে দুঃখ প্রকাশ করছি। বিশেষ করে আওয়ামী পরিবারের ছোট ভাই বোনেরা যারা মনে খুব হার্ট হয়েছে, দুঃখ পেয়েছে আমি তাদের সাথে দুঃখিত এবং সবাইকে দুঃখ ভুলে যাওয়ার অনুরোধ করছি।”

এর আগে গত ১২ অক্টোবর রাজশাহীর ভূবনমোহন পার্কের পাশে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে আপত্তিকর বক্তব্য দেন মিনু।

এদিকে, এই ঘটনার প্রতিবাদে বুধবার (১৬ অক্টোবর) বিকেলে রাজশাহীতে বিক্ষোভ কর্মসূচি পালন করে জেলা আওয়ামী লীগ। কর্মসূচিতে প্রধানমন্ত্রীকে ঘিরে বিএনপি নেতা মিজানুর রহমান মিনুর ওই আপত্তিকর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

এ ঘটনায় বিক্ষুব্ধ নেতাকর্মীরা তাদের বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী সম্পর্কে এমন আপত্তিকর বক্তব্য দিতে তাই তার একটুও বুক কাঁপেনি। রাজশাহীকে হঠাৎ করেই অশান্ত করতে চাইছেন বিএনপি নেতা মিনু।

আগামীতে এরকম আপত্তিকর বক্তব্য দিলে এর পরিণতি ভয়াবহ হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন আওয়ামী লীগের নেতারা।

এ প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন, মিনু সাহেব ফেসবুকে দুঃখ প্রকাশ করেছেন। এখনও তিনি ক্ষমা চাননি। তাকে সংবাদ সম্মেলন করে ক্ষমা চাইতে হবে। আশা করি,তিনি দ্রুত সময়ের মধ্যেই এটা করবেন।

35Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর