1. [email protected] : News room :
পুলিশকে মারধর করল মহিলা ভাইস চেয়ারম্যান - লালসবুজের কণ্ঠ
সোমবার, ০৬ মে ২০২৪, ০৬:৫৭ পূর্বাহ্ন

পুলিশকে মারধর করল মহিলা ভাইস চেয়ারম্যান

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২০

নারায়ণগঞ্জ সংবাদদাতা: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা মডেল থানায় পুলিশের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণ করেও মুক্তি পেয়েছেন সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির।

আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ফতুল্লা মডেল থানায় এ ঘটনা ঘটে।

দিনভর নাটকীয়তা শেষে ৫ ঘণ্টা আটক থাকার পর বিকেলে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সামনে মুচলেকায় তাকে ছেড়ে দেয় পুলিশ।

এর আগে সকাল ১১টায় পুলিশের হাতে আটক এক নারীকে ছাড়িয়ে নিতে এসে পুলিশ কনস্টেবলকে মারধর করায় তাকে আটক করে পুলিশ।

জানা যায়, বুধবার রাত ১২টায় দুই আসামিকে গ্রেফতার করে ফতুল্লা মডেল থানা পুলিশ। এদের মধ্যে বেলী নামে এক নারী ফাতেমা মনিরের বডিগার্ড হওয়ায় তাকে ছাড়াতে তিনি ছুটে আসেন থানায়।

তিনি থানায় প্রবেশ করেই তাদের ছেড়ে দিতে বলে পুলিশের সঙ্গে খারাপ আচরণ ও ধাক্কা-ধাক্কি হয়। এক পর্যায়ে পুলিশ তাকেও আটক করে লকআপে রেখে দেয়।

এর পর পরেই ফতুল্লা থানা আওয়ামী লীগের বেশকিছু নেতাকর্মী তাকে ছাড়াতে দৌড়ঝাঁপ শুরু করেন।

বেলা ২টার দিকে থানায় আসেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি সাইফউল্লাহ বাদল, সেক্রেটারি শওকত আলী, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম ও এনায়েতনগর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান।

তাদের তদবিরে মুচলেকা দিয়ে মুক্তি পান ফাতেমা মনির। একই সঙ্গে তিনি পুলিশের কাছে নিজের ভুল স্বীকার করে দু:খ প্রকাশ করেন।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, পুলিশকে ফোন দিলেই পুলিশ আসামি ছেড়ে দিবে এমনটা ভাবার অবকাশ নেই।

তিনি জনপ্রতিনিধি হয়েও আইন ভঙ্গের কাজ করেছেন আর সে কারণেই তাকে আটক করা হয়েছিল।

তিনি নিজের ভুল স্বীকার করেন এমন কাজ পরবর্তীতে করবেন না মর্মে মুচলেকা দেন। নারীসহ বিভিন্ন দিক বিবেচনায় আমরা তাকে ছেড়ে দিয়েছি।

10Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর