1. [email protected] : News room :
পাবনার ঈশ্বরদীতে জমি নিয়ে বিরোধের জের: মা-ছেলেসহ ৩ জনকে কুপিয়ে জখম - লালসবুজের কণ্ঠ
শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৮:০০ পূর্বাহ্ন

পাবনার ঈশ্বরদীতে জমি নিয়ে বিরোধের জের: মা-ছেলেসহ ৩ জনকে কুপিয়ে জখম

  • আপডেটের সময় : সোমবার, ২৯ আগস্ট, ২০২২

পাবনা প্রতিনিধিঃ


পাবনার ঈশ্বরদীতে জমি নিয়ে বিরোধের জেরে মা-ছেলেসহ তিনজনকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। আহতদের মধ্যে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও দু’জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (২৮ আগস্ট) বিকেলে ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের চরকুড়লিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, চরকুড়লিয়া গ্রামের ইশারত সরদারের ছেলে মুকুল সরদার দীর্ঘদিন ধরে ৬ শতক জমি ভোগ- দখল করে আসছে। এ জমি নিজেদের দাবী করে আসছে একই গ্রামের মহির উদ্দিন মোল্লার ছেলে আবু তালেব মোল্লা।

এনিয়ে বর্তমানে পাবনা আদালতে মামলা বিচারাধীন রয়েছে। রবিবার বিকেলে জমিতে মাটি ভরাটকে কেন্দ্র করে আবু তালেব মোল্লা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়ে মুকুল সরদারের আত্মীয় রিন্টু হোসেনের ছেলে লালন (২৫), আব্দুস সামাদের ছেলে রাব্বি (২০) ও আব্দুস সামাদের স্ত্রী কল্পনা খাতুনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) অরবিন্দ সরকার জানান, সংঘর্ষের খবর পেয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


স্বপন/তন্বী

32Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর