1. [email protected] : News room :
পাঁচবিবিতে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে বসত বাড়ি ভাংচুর - লালসবুজের কণ্ঠ
রবিবার, ১৯ মে ২০২৪, ১০:৪৫ পূর্বাহ্ন

পাঁচবিবিতে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে বসত বাড়ি ভাংচুর

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২০

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :

জয়পুরহাটের পাঁচবিবিতে জয়নব বিবি নামের এক গৃহবধূর বসত বাড়ি ভাংচুরের অভিযোগ উঠেছে প্রতিবেশী ফরহাদ হেসেন, বাচ্চু মিয়া, জাহাঙ্গীর হোসেন, সুমন, আব্দুল খালেক, রানা ও নাঈমের বিরুদ্ধে। এই নিয়ে পুলিশের কাছে একাধিকবার অভিযোগ দায়ের করেও কোন প্রতিকার পাচ্ছেনা বলে জানান ভুক্তভুগি।

থানায় অভিযোগ সুত্রে জানাযায়, পাঁচবিবি পৌর এলাকার মাতাশমঞ্জিলের মমতাজ মন্ডলের স্ত্রী জয়নব বিবি ২০০৩ সাল থেকে তার বাবার দেওয়া সম্পত্বিতে ঘরবাড়ি নির্মাণ করে বসবাস করে আসছে।

এদিকে রাস্তা নির্মান করাকে কেন্দ্র করে উপরোক্ত প্রতিবেশীরা গত (২২ জানুয়ারী) বিকেলে গায়ের জোরে ভুক্তভুগির বাড়ির সীমানা প্রাচির ও বাথরুম ভেঙে দেয় বলে বৃহস্পতিবার দুপুরে পাঁচবিবি উপজেলা প্রেসক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সংম্মেলনের মাধ্যমে এসব অভিযোগ করেন।

তবে থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান জানান, পৌর বিধী অনুযায়ী ৩ ফিট ছেড়ে দিয়ে সীমনা প্রাচির নির্মাণের কথা থাকলেও বিধী না মানার কারনে এমন ঘটনা ঘটছে এবং ১৪৪ ধারা বলবত থাকলেও বাদি-বিবাদী কেউ মানছে না এমন মন্তব্য করেন তিঁনি।

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর