1. [email protected] : News room :
পাঁচবিবিতে প্রতারক চক্রের ফাঁদে মাদ্রাসা সুপার - লালসবুজের কণ্ঠ
সোমবার, ০৬ মে ২০২৪, ০৯:০৮ অপরাহ্ন

পাঁচবিবিতে প্রতারক চক্রের ফাঁদে মাদ্রাসা সুপার

  • আপডেটের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২০

পাঁচবিবি প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবি ”বাগজানা আছিরিয়া দাখিল মাদ্রাসার” সুপার সংঘবন্ধ প্রতারক চক্রের ফাঁদে পরে প্রায় লক্ষাধিক টাকা গচ্ছা দিতে হয়েছে। মাদ্রাসার সুপার আনোয়ার হোসেন প্রতারক চক্রকে আটক করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা নেওয়া সহ প্রতারিত টাকা উদ্ধারের আশায় থানায় লিখিত অভিযোগও দ্বায়ের করেন।

ঘটনা সুত্রে জানাযায়, প্রতারক চক্রের মুলহোতা জসিম উদ্দিন গত বুধবার সকালে ০১৮৯৩-৭৬১৮৫৬ নাম্বার থেকে সুপারকে ফোনে নিজেকে ঠিকাদার পরিচয় দিয়ে মাদ্রাসায় ডেকে নিয়ে বলেন, আপনার প্রতিষ্ঠানে ১০টি সহ গতনশহর দাখিল মাদ্রাসা ও করিম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জন্য বিআরবি ব্যান্ডের মোট ৩২ ফ্যান বরাদ্দ এসেছে। এসময় সুপার কাগজপত্র দেখতে চাইলে প্রতারক জসিম বলেন, ইঞ্জিনিয়ার দুপুরে আসলেই সব দেখতে পারবেন। এখন ব্যাংক খোলে নাই বেলা ১১ টার সময় ব্যাংক থেকে চেক ভাঁঙ্গিয়ে আপনাকে টাকা দেওয়া হবে আপনি কোন দোকান থেকে ৩২টি ফ্যান ও ২২ কয়েল তার কিনে দেন। এসময় সুপার বাগজানা বাজারের ইলেকট্রিক দোকানী মাহফুজারকে উক্ত পরিমানের সামগ্রী ভুয়া ঠিকাদার জসিমকে মুঠোফোনে দিতে বলেন। দোকানে এতগুলো মালামাল না থাকায় মাহফুজ জয়পুরহাটের ডিলারকে ওই সব প্রতিষ্ঠানে ফ্যান ও তার পৌছে দেওয়ার অর্ডার দেন। ডিলার তাদের নিজস্ব পিকআপে করে ওই দুই প্রতিষ্ঠানে পৌছার আগেই প্রতারক চক্রের সদস্যরা প্রতিষ্ঠানের পরিচয় দিয়ে রাস্তা থেকেই ২২টি ফ্যান ও ২২ কয়েল তার হাতিয়ে নেয়। বাকিঁ ১০টি ফ্যান বাগজানা মাদ্রাসায় পৌছে দেয় এবং বলে, মিস্ত্রিরা ওই প্রতিষ্ঠানে ফ্যান সেটিং শেষে আপনার মাদ্রাসায় লাগাবে একথা বলে সে মোবাইল ফোন বন্ধ করে কেটে পরে। দোকানদার মাহফুজার বলেন, মোট মালের মূল্য ১ লক্ষ ২৩ হাজার টাকা হলেও ১০টি ফ্যান বাদ দিলে ৯০ হাজার টাকা।

7Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর