1. [email protected] : News room :
পটুয়াখালীতে পূর্ব শত্রুতার জেরে সুমনকে কুপিয়ে জখম - লালসবুজের কণ্ঠ
বুধবার, ০৮ মে ২০২৪, ০৬:০০ পূর্বাহ্ন

পটুয়াখালীতে পূর্ব শত্রুতার জেরে সুমনকে কুপিয়ে জখম

  • আপডেটের সময় : শনিবার, ১০ জুলাই, ২০২১

লালসবুজের কণ্ঠ রিপোর্ট, পটুয়াখালী


পটুয়াখালী শহরের ৬নং ওয়ার্ড চরপাড়া পূর্ব শত্রুতার জেরে বশির বাহিনী গত ৩০ জুন সন্ধ্যা ৭টার দিকে সুমন ফকির(২৪) কে কুপিয়ে গুরুতর জখম করে।

পটুয়াখালী চরপাড়ার আবুল ফকিরের ছেলে সুমন ফকির বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় ৮ জুলাই একটি মামলা দায়ের করেন মামলা নং ১১/২৬৯।

মামলা সূত্রে জানা যায়, গত ৩০ জুন সন্ধ্যার দিকে পটুয়াখালীর চরপাড়া পূর্ব শত্রুতার জের ধরে অতর্কিতভাবে গালিগালাজ করে, তাদের অশ্লীল ভাষায় গালিগালাজ করতে নিষেধ করায় জীবননাশের হুমকি দেয়, আমাকে চলে যেতে বলে কিন্তু না যাওয়ায় আমার পরিবারের উপর ক্ষিপ্ত হয়ে ধারালো দেশীয় অস্ত্র, লোহার রড, সাবল ও শক্ত লাঠি শোটা পূর্ব পরিকল্পিতভাবে বসতবাড়িতে জোরপূর্বক প্রবেশ করার চেষ্টা করে, বাধা দেওয়ায় আমাকে ধারালো দা দিয়ে মাথার উপরে কোপ ছাড়ে ও আমার মা জাহানারা বেগমকে এলোপাথাড়ি মারপিট শুরু করে, আমি আত্মরক্ষার জন্য ডান হাত দিয়ে কোপ ফিরালে হাতে কোপ লেগে দুই আঙ্গুলের গুরুতর রগ কেটে যায় পরে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি হলে কর্তব্যরত চিকিৎসক আমার অবনতি দেখে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।

মামলা সূত্রে আরো জানা যায়, এদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়, এরা সবাই পটুয়াখালী চরপাড়া ৬নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ বশির আকন(৩৫), মোঃ নাসির আকন(৩৮), মোঃ হারুন আকন(৪৫), মোঃ হাসান আকন(২৮), মোঃ সবুজ আকন(২৫), বশির বাহিনী জোরপূর্বক ঘরে প্রবেশ করে আমার ঘরের ট্র্যাংকের নগদ ১২ হাজার টাকা, পকেট থেকে ৬,২০০ টাকা, মায়ের স্বর্ণের কানের বালা জোরপূর্বক ছয় আনা প্রায় ২২ হাজার টাকার মূল্যের, আমার হাতে থাকা স্বর্ণের ১ বরি ওজনের ব্রেসলাইট বাজার মূল্য ৬৫ হাজার টাকা ও ঘরের বিভিন্ন মালামাল ভাংচুর করে প্রায় ৩৫ হাজার টাকার আমাদের ডাকচিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসে, স্থানীয় সবাই ছুটে আসায় আমাদের জীবননাশের হুমকি দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে চলে যায়।

মামলার বাদী সুমন ফকির জানায়, পূর্ব শত্রুতার জের ধরে অতর্কিত ভাবে আমাদের উপর হামলা চালায় বশির বাহিনী, এরা সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, এলাকায় বিভিন্ন ধরনের অপকর্ম করে বেড়ায়, আমরা এদের ভয়ে অসহায়ত্ব জীবনযাপন করে আসছি, বিভিন্ন সময় আমাদের কাছ থেকে চাঁদা চায় দিতে ব্যর্থ হলে এভাবে হামলা চালায়, আমরা এর সুষ্ঠু বিচার চাই, এদের থেকে বাঁচতে চাই।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ আখতার মোর্শেদকে জানায়, এদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে দ্রুত।


আলিম/পটুয়াখালী/হাবিবা

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর