1. [email protected] : News room :
নাচোলে মিষ্টির দোকান কে ৩০ হাজার টাকা জরিমানা - লালসবুজের কণ্ঠ
শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৪:১০ পূর্বাহ্ন

নাচোলে মিষ্টির দোকান কে ৩০ হাজার টাকা জরিমানা

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৯

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে একটি মিষ্টির দোকানকে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা করেছে চাঁপাইনবাবগঞ্জ ভোক্তা অধিদপ্তর।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাজ ফুড ক্যাসেল নামক নাচোল পৌর এলাকার একটি খাবার হোটেল কে ভোক্তাদের সাথে প্রতারণা করার দায়ে এ জরিমানা করা হয়েছে। সেসাথে একমাসের মধ্যে সকল অনিয়ম না দুর হলে হোটেলটি স্থায়ীভাবে বন্ধ করে দেয়ার ঘোষণা দেয়া হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের বাজার তদারকিমুলক এ অভিযানে মিষ্টিতে তেলাপোকা, কাচা মাছ, মাংস ও রান্না করা ডাল এবং অর্ধভাজা চিকেন একসাথে ফ্রিজে রাখা, কাচা মাংসের পানি রান্না করা খাবারের সাথে মেশানো, ফ্রিজ থেকে দুর্গন্ধ বের হওয়া, রান্নাঘরের পরিবেশ খুবই নোংরা এবং ময়লার ড্রাম ও রান্না করা খাবার একই জায়গায় রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৪৩ ধারায় খাবার হোটেল টিকে এ জরিমানা করা হয়। এ সময় হোটেল টিকে এসব অনিয়ম রোধ করে সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতে এক মাসের সময় বেধে দেয়া হয়। অন্যথায় দোকান বন্ধ করে দেয়ার হুশিয়ারী দেয়া হয়।

ভোক্তা অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জহিরুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

এ সময় জেলা স্যানিটারী ইন্সপেক্টর কোবাদ আলী ও চাঁপাইনবাবগঞ্জ চেম্বার পরিচালক শহিদুল ইসলাম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

168Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর