1. [email protected] : News room :
নদী দখলকারীর তালিকায় চাঁপাইনবাবগঞ্জবাসীর সংখ্যা সর্বনিম্ন - লালসবুজের কণ্ঠ
সোমবার, ২০ মে ২০২৪, ০২:৪৫ পূর্বাহ্ন

নদী দখলকারীর তালিকায় চাঁপাইনবাবগঞ্জবাসীর সংখ্যা সর্বনিম্ন

  • আপডেটের সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২০

চাঁপাইনবাবগঞ্জবাসী নদীকে ভালোবাসেন, নদীর প্রতি তাদের দায়িত্ববোধ অনেক, নদী রক্ষায় তারা সচেতন। নদী দখলকারীর তালিকায় তাদের সংখ্যা সীমিত ও সর্বনিম্ন। এটা আনন্দের বিষয়।’

কথাগুলো বললেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢাকায় চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি আয়োজিত ‘১০ম চাঁপাই উৎসব’ অনুষ্ঠানে শুক্রবার এ কথা বলেন।নৌ-প্রতিমন্ত্রী বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার সোনামসজিদ স্থলবন্দর একটি সম্ভাবনাময় বন্দর। বন্দরটি ২০০১ সাল থেকে বেসরকারিভাবে পরিচালিত হয়ে আসছে। সরকারি বিনিয়োগের মাধ্যমে এ বন্দরকে অন্যতম স্থলবন্দরে পরিণত করার লক্ষ্যে কাজ করা হচ্ছে। সহজে মালামাল পরিবহনের লক্ষ্যে ১২ কিলোমিটার রেলপথ সংযোজনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

মুজিববর্ষে ঐক্য ও ভ্রাতৃত্ব ধরে রেখে নিজেদের বন্ধনকে আরো শক্তিশালী করতে চাঁপাইনবাবগঞ্জবাসীর প্রতি আহ্বান জানান খালিদ মাহমুদ চৌধুরী।
সমিতির সভাপতি প্রকৌশলী মো: নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী মো: উজির আলী ও সাবেক সভাপতি প্রকৌশলী মাহতাব উদ্দিন।

শুক্রবার সারাদিনব্যাপী নানা আয়োজনে উৎসব আজে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জবাসীর প্রাণের এ উৎসব অনুষ্ঠিত হয়।

ঐতিহ্যবাহী নাস্তা কালাই রুটি, দুপুরে গরুর মাংস, বেগুন-বড়ি, মোটা চালের ভাত ও বিকেলে স্থানীয়ভাবে প্রসিদ্ধ খাবার আন্ধাসা পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জের ১০ জন গুণী মানুষকে সম্মাননা প্রদান করা হয়।

সন্ধ্যায় গুণী শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সবশেষে পরিবেশিত হয় চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরা গান। মাহবুব-মানী’র দল গম্ভীরা পরিবেশন করে হাস্যরসের পাশাপাশি সচেতনতামূলক নানা বার্তা দেন।

4Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর