1. [email protected] : News room :
নওগাঁয় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন - লালসবুজের কণ্ঠ
রবিবার, ১২ মে ২০২৪, ০৮:৪১ অপরাহ্ন

নওগাঁয় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় সারা দেশের ন্যায় যথাযোগ্য মর্যাদা বঙ্গবন্ধুর জন্মশর্ত বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে নওগাঁ শহরের মুক্তির মোড়ে বঙ্গবন্ধুর প্রতিকৃত্তিতে শ্রদ্ধা নিবেদন করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

এরপর নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন, নওগাঁ জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশীদ,নওগাঁ জেলা পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া বিপিএম, নওগাঁ জেলা ও দায়রা জজ একেএম. শহীদুল ইসলাম প্রমূখসহ একে একে জেলা আওয়ামীলীগ, নওগাঁ জেলা প্রেস ক্লাব সহ বিভিন্ন সরকারী কর্মকর্তা বেসরকারী ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

পরে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতির পিতাবঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ,এক মিনিট নিরবতা পালন ও সংক্ষিপ্ত আলোচনা সভায় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বক্তব্য রাখেন।

এ সময় আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মলকৃষ্ণ সাহা সহ দলীয় নেতা কর্মী উপস্থিত ছিলেন।

এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নওগাঁয় বঙ্গবন্ধু গ্যালারীর উদ্বোধন ও কেককাটা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সদর উপজেলা অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে গ্যালারীর উদ্বোধন করেন, স্থানীয় সাংসদ ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন। পরে কেক কাটা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, কৃষি কর্মকর্তা মফিদুল ইসলাম, প্রকৌশলী ইমতিয়াজ জাহিরুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহব্বুুর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা ফয়সাল হাসান, অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেন, আওয়ামীলীগ নেতা মাহব্ুুবুল আলম কমল, শাহ পরান নয়ন সহ অন্যান্যরা।

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর