1. [email protected] : News room :
নওগাঁয় নতুন আক্রান্ত চিকিৎসক ও পুলিশসহ ১৩ জন - লালসবুজের কণ্ঠ
রবিবার, ১২ মে ২০২৪, ০৮:০৭ পূর্বাহ্ন

নওগাঁয় নতুন আক্রান্ত চিকিৎসক ও পুলিশসহ ১৩ জন

  • আপডেটের সময় : শনিবার, ৩০ মে, ২০২০

লালসবুজের কণ্ঠ রিপোর্ট:
নওগাঁয় গত ২৪ঘন্টায় নতুন করে ৩জন পুলিশ সদস্য ও ১জন চিকিৎসকসহ ১৩জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা: মঞ্জুর-এ-মোর্শেদ শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। আক্রান্তদের মধ্যে নওগাঁ সদরে কর্মরত ৩পুলিশ সদস্য ও সদর হাসপাতালের ১জন চিকিৎসকসহ ৯জন, পোরশা উপজেলায় ১জন, মান্দায় ১জন, ধামইরহাটে ১জন ও মহাদেবপুর উপজেলায় ১জন। করোনায় আক্রান্ত সবাইকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে জেলায় হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে ৮ জনকে। এদের মধ্যে বদলগাছি উপজেলায় ৫ জন এবং আত্রাই উপজেলায় ৩ জন।

কন্ট্রোলরুম সূত্রে জানা গেছে এ পর্যন্ত সর্বমোট হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে ৭ হাজার ৪শ ৯৩ জনকে। শুক্রবার পর্যন্ত ১৪ দিনের মেয়াদ শেষ হওয়ায় হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ৬ হ্জাার ৫শ ৪৮ জনকে। বর্তমানে জেলায় হোম কোয়ারেন্টিনে রয়েছেন ৯৪৫ জন।

বর্তমানে হাসপাতালে আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন ৬ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬৩ জন।

লাল/হা

44Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর