1. [email protected] : News room :
ত্রাণে অনিয়ম ও দুর্নীতি সহ্য করা হবে না-কৃষিমন্ত্রী - লালসবুজের কণ্ঠ
মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৬:৫৫ পূর্বাহ্ন

ত্রাণে অনিয়ম ও দুর্নীতি সহ্য করা হবে না–কৃষিমন্ত্রী

  • আপডেটের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২০

মধুপুর (টাঙ্গাইল) সংবাদদাতা: করোনাভাইরাস সংক্রান্ত দুর্যোগ মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি।

আজ বুধবার (২২ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদ, প্রশাসন, জনপ্রতিনিধি, চিকিৎসক, সাংবাদিক ও সুধিজনের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, সমাজে যারা বিত্তশালী যাদের সামর্থ্য আছে তাদের অসহায়দের পাশে দাঁড়াতে হবে। সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের ত্রাণ বিতরণসহ সব দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। কোন অবস্থাতেই অনিয়ম ও দুর্নীতি সহ্য করা হবে না।

তিনি বলেন, করোনা সংক্রান্ত এ দুর্যোগে দেশের একজন মানুষও না খেয়ে মারা যাবে না। প্রধানমন্ত্রীর নির্দেশে দুর্যোগকালীন সময়ে রিলিফের পাশাপাশি খাদ্যবান্ধব কর্মসূচির সুবিধাভোগীর সংখ্যা দ্বিগুণ করার কাজ চলছে। ওএমএস আরও একমাস চালু রাখার ব্যবস্থা হচ্ছে।

তিনি আরও বলেন, অল্প কিছুদিনের মধ্যেই কৃষকের ঘরে নতুন ধান উঠছে। তখন হাহাকার এমনিতেই কমে যাবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, সহকারী কমিশনার (ভূমি) সাইদা খানম, মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার কামরান হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহানাজ সুলতানা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বদিউল আলম মঞ্জু প্রমুখ।

সি/লাল

16Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর