1. [email protected] : News room :
তাবিথ-ইশরাককে ঐক্যফ্রন্টের সমর্থন - লালসবুজের কণ্ঠ
রবিবার, ১৯ মে ২০২৪, ০৪:০২ পূর্বাহ্ন

তাবিথ-ইশরাককে ঐক্যফ্রন্টের সমর্থন

  • আপডেটের সময় : বুধবার, ৮ জানুয়ারী, ২০২০

স্পেশাল করেসপন্ডেন্ট,লালসবুজের কণ্ঠ:
আসন্ন ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির দুই মেয়র প্রার্থীকে সমর্থন দিয়েছে সরকার বিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্ট। জোটের শীর্ষ নেতা ড. কামাল হোসেন ফ্রন্টের পক্ষ থেকে বিএনপির মেয়র প্রার্থীদের হাত ধরে সমর্থন দেন।

বুধবার (৮ জানুয়ারি) দুপুর ১২টা ৩০ মিনিটে রাজধানীর মতিঝিলে ড. কামালের চেম্বারে যান ডিএনসিসির বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও ডিএসসিসির মেয়র প্রার্থী ইশরাক হোসেন। দুই প্রার্থী উপস্থিত হয়ে দোয়া চাইতে গেলে তাদের সমর্থন দেওয়ার ঘোষণা দেয় ঐক্যফ্রন্ট।

এ সময় ঢাকা সিটি নির্বাচনে বিএনপির দুই প্রার্থীকে সমর্থন জানিয়ে ড. কামাল বলেন, একেকটা নির্বাচন প্রক্রিয়া কীভাবে নষ্ট হয়ে যাচ্ছে…। নির্বাচনের ঘোষণার পরে, একেকটা রায় হয়ে যায়। আমাদের আশঙ্কা এবারও তারা (ক্ষমতাসীনরা) একই ধরনের নাটক করার চেষ্টা করছে।

বিএনপির মেয়র প্রার্থীদের পরামর্শ দিয়ে ঐক্যফ্রন্টের আহ্বায়ক বলেন, জনগণের কাছে গিয়ে কথা বলতে হবে। দেশের মানুষের অধিকার রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। দেশের মালিক তারা, তাদের এগিয়ে আসতে হবে। খুব জোরালোভাবে সামনে আসতে হবে। দেশের মালিককে তার ভূমিকা রাখতে হবে।

সরকার নির্লজ্জভাবে নির্বাচন প্রক্রিয়াকে ধ্বংস করেছে দাবি করে গণফোরাম সভাপতি বলেন, এটা মানুষকে বোঝাতে হবে আমাদের। এ নিয়ে আমাদের আন্দোলন চলবে। জনগণ চাচ্ছে, নির্বাচন যাতে আমরা করতে পারি। সেজন্য আন্দোলনকে এগিয়ে নিতে হবে।

লিখিত বক্তব্যে সরকারের সমালোচনা করে ঐক্যফ্রন্টের অন্যতম নেতা মাহমুদুর রহমান মান্না বলেন, সরকারকে ভোট কেড়ে নিতে হবে, এছাড়া নির্বাচন কোনোভাবে জিততে পারবে না। এবার যদি তারা কেড়ে নিতে চায় তাহলে জনগণকে প্রতিরোধ করতে হবে।

সরকারের প্রতি হুঁশিয়ার উচ্চারণ করে নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, ‘এ নির্বাচন শুধু আক্ষরিক অর্থে নয় সর্বাগ্রে আমরা ঐক্যফ্রন্ট থেকে তাদের জোরালো সমর্থন দিচ্ছি। আমাদের ঐক্যফ্রন্টের সব শীর্ষ নেতারা দুই প্রার্থীর প্রচারণায় অংশ নেবে।’

বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ অনেকে।

উল্লেখ্য, চলতি মাসের ৩০ তারিখে ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে অনুষ্ঠিত হবে।

35Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর