1. [email protected] : News room :
ঝিনাইদহে নানা আয়োজনে বসন্ত উৎসব - লালসবুজের কণ্ঠ
মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ১০:০৩ অপরাহ্ন

ঝিনাইদহে নানা আয়োজনে বসন্ত উৎসব

  • আপডেটের সময় : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২০

ঝিনাইদ সংবাদদাতা:বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঝিনাইদহে বসন্ত উৎসব ও বিশ্ব ভালবাসা দিবস পলিত হয়েছে। শুক্রবার সকাল থেকে বিভিন্ন স্কুল-কলজে ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বসন্ত বরণ উৎসব উদযাপন করা হয়।

সকালে শহরের মডার্ণ মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে এইড নামে একটি সংগঠন। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। একই সময় শহরের আদর্শপাড়ায় মনিংবেল চিলড্রেন একাডেমীর আয়োজনে অনুষ্ঠিত হয় পিঠা উৎসব। এতে বিদ্যালয়ের অভিভাবকরা পিঠার স্টল প্রদর্শণ করেন।

এসব স্টলে মিলছে পাটিসাপটা, ভাঁপা, তালকুচি, পাখি পিঠা, নকশি পিঠা, ঝিনুক ও চন্দ্রপুলিসহ অর্ধ শতাধিক ধরণের পিঠা। একই সাথে চলে বসন্ত বরণের গান। বাঙালি সংস্কৃতিকে ধরে রাখতেই এমন আয়োজন বলে জানান আয়োজকরা। ভালবাসা দিবসে ফুল দিয়ে মনের মানুষকে ভালবাসা জানায় তরুন তুনিরা। শহরের বিভিন্ন স্থানে বসে ফুলের দোকান।

5Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর