1. [email protected] : News room :
জীবনের নিরাপত্তা চেয়ে স্বামীর দ্বারা নির্যাতিতা স্ত্রীর সংবাদ সম্মেলন - লালসবুজের কণ্ঠ
শুক্রবার, ১০ মে ২০২৪, ০৫:৫২ অপরাহ্ন

জীবনের নিরাপত্তা চেয়ে স্বামীর দ্বারা নির্যাতিতা স্ত্রীর সংবাদ সম্মেলন

  • আপডেটের সময় : রবিবার, ১ মার্চ, ২০২০

নাটোর প্রতিনিধি .নাটোরে সাবেক স্বামী ও তার সন্ত্রাসী বাহিনীর হাতে নির্যাতনের শিকার গৃহবধূ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে এসে আবারো হত্যাসহ নানা হুমকিতে তার ও পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন গৃহবধূ এমেলি বেগম।

রবিবার দুপুরে নাটোর ইউনাইটেড প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এমেলি অভিযোগ করেন, গত ১৬ ফেব্রুয়ারী কর্মস্থল প্রাণ কোম্পানি থেকে বাড়ি ফেরার পথে নলডাঙ্গা স্টেশনে তাকে মারপিট করে আহত করে তার সাবেক স্বামী জালাল ও তার সহযোগিরা। এ সময় তাকে পিটিয়ে হাত ভেঙ্গে দেয় ও মাথা ফাটিয়ে দিয়ে আহত করে সন্ত্রাসীরা। এ ঘটনায় থানায় অভিযোগ করলে পুলিশ জালালকে আটক করে ।

সে হাসপাতালে ১৩দিন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যায়। এদিকে গত রবিবার জালাল জামিনে বাড়ি ফিরে এসে সাবেক স্ত্রী ও তার পরিবারের সদস্যদের হত্যাসহ নানা ধরণের হুমকি দিয়ে আসছে। এখন তারা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে। এজন্য তারা আইনের আশ্রয় নিতে আবারো থানায় সাধারণ ডায়েরী করেছেন। এছাড়া জীবনের নিরাপত্তা পেতে প্রধানমন্ত্রীসহ আইনশৃংখলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।

এ সময় এমেলির বাবা আনছার আলী , মা রেহেনা বেগমসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, তাকে ঘটনার পরই আটক করে জেলহাজতে পাঠানো হয়েছিল। জামিন পেয়ে হুমকির বিষয়টি এখনো জানিনা অভিযোগ পাওয়া মাত্রই তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।

90Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর