1. [email protected] : News room :
জামালপুরে ৪ জনের করোনা শনাক্ত, আক্রান্ত ২০৪৯ - লালসবুজের কণ্ঠ
রবিবার, ০৫ মে ২০২৪, ০৭:২৮ অপরাহ্ন

জামালপুরে ৪ জনের করোনা শনাক্ত, আক্রান্ত ২০৪৯

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১

লালসবুজের কণ্ঠ রিপোর্ট, জামালপুর


জামালপুরে গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনা ভাইরাসে ৪ জনের করোনা ভাইরাসের সংক্রামণ শনাক্ত হয়েছে।

সোমবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় ওই ব্যক্তিদের দেহে করোনা পজেটিভ শনাক্তের কথা নিশ্চিত করেছেন জেলা স্বাস্থ্য বিভাগ।

জেলায় নতুন করে আক্রান্ত হয়েছে সদরে ৩, বকশিগঞ্জে ১ জন।

জামালপুর সিভিল সার্জন ডা. প্রনয় কান্তি দাস জানান, প্রতিদিন করোনা শনাক্তের সংখ্যা রেড়েই চলছে। স্বাস্থ্য বিধি ও সামাজিক দুরত্ব বজায় রেখে কাজ করলে ঝুঁকি হ্রাস করা সম্ভব।

এদিকে আজও জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ ল্যাবে ৪৬টি নমুনা পরীক্ষায় ৩ জন করোনা শনাক্ত হয়। এদের মধ্য ১৪টি রেপিট অ্যান্টিজেন পরীক্ষায় বকশিগঞ্জ ১ জনের করোনা শনাক্ত করা হয়।

আক্রান্ত ওই ব্যক্তিরা জামালপুর জেনারেল হাসপাতাল ও নিজ নিজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিয়েছিল।

জেলা মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০৪৯ জন ও সুস্থ ১৯০৩ জন, এছাড়াও আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩১ জনের। কোভিড-১৯ জেনারেল হাসপাতালের ৪ জন ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

আক্রান্ত ওই ব্যক্তিদের শরীরে করোনা ভাইরাসের উপসর্গ থাকায় তাদের নমুনা পরীক্ষায় পজেটিভ আসে।

এখন পর্যন্ত ৪৯ চিকিৎসক, একজন পল্লী চিকিৎসক, ৩ জন বেসরকারি চিকিৎসক, ১১৩ জন সরকারি স্বাস্থ্যকর্মী এবং ৩১ জন বেসরকারি স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছে।

এছাড়াও শেখ হাসিনা মেডিকেল কলেজের আইসোলেশন ইউনিট থেকে ছাড়পত্র নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯০৩ জন। উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ ও ঢাকা হাসপাতালে রেফার্ড করা হয়েছে ৪০ জনকে।


রাব্বি/জামালপুর/হাবিবা

5Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর