1. [email protected] : News room :
ছাত্রের ক্রিকেট ব্যাট ও স্টাম্পের আঘাতে শিক্ষকের মৃত্যু  - লালসবুজের কণ্ঠ
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০২:০৬ পূর্বাহ্ন

ছাত্রের ক্রিকেট ব্যাট ও স্টাম্পের আঘাতে শিক্ষকের মৃত্যু 

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি


প্রভাষক উৎপল কুমার সরকারের মৃত্যুর খবর উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের এলংজানী গ্রামে তার বাড়িতে পৌঁছালে সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। উৎপলের মা বৃদ্ধ গীতা রানীসহ পরিবারের স্বজন ও প্রতিবেশীদের গগন বিদারী কান্নায় ভারী হয়ে ওঠে আশপাশের বাতাস।
কাঁদতে কাঁদতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন মা। অকালে সন্তান হারানোর শোক যেন কোনো ভাবেই সামাল দিতে পারছেন না গীতা রানী।
উৎপলকে নৃশংসভাবে পিটিয়ে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত শিক্ষার্থীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন উৎপলের স্বজন ও স্থানীয়রা।
উৎপলের ছোট ভাই বৌ মলি রানী সরকার জানান, উৎপল কুমারের মরদেহ ঢাকার সাভার থেকে সোমবার রাত ১০টার দিকে গ্রামের বাড়ীতে নিয়ে আসা হয়। রাতেই পার্শ্ববর্তী লাহিড়ী মোহনপুর শশ্মানে তার শেষ কৃত্যের অনুষ্ঠান সম্পন্ন করা হয়।
মলি রানী তার ভাশুরের মর্মান্তিক হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের পরিবারের পক্ষ থেকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তিনি বলেন, শিক্ষার্থীদের শাসন করায় যদি শিক্ষককে এভাবে করুণ মৃত্যুবরণ করতে হয় তাহলে দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আর শৃঙ্খলা থাকবে না। নষ্ট হবে শিক্ষার পরিবেশ।
প্রসঙ্গত, উৎপল উল্লাপাড়া উপজেলার এলংজানী গ্রামের মৃত অজিত সরকারের ছেলে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করে ১০ বছর ধরে আশুলিয়ার চিত্রশাইল এলাকার হাজী ইউনুস আলী স্কুল ও কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে চাকরি করে আসছিলেন।
উৎপল প্রতিষ্ঠানের শৃঙ্খলা কমিটির সভাপতি হিসেবে বিভিন্ন সময় উচ্ছৃঙ্খল ঘটনার সাথে জড়িত শিক্ষার্থীদের শাসন ও বিচার করতেন।
গত শনিবার ওই শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের ফুটবল খেলা হচ্ছিলো। প্রভাষক উৎপল মাঠের এক পাশে দাঁড়িয়ে খেলা দেখছিলেন। এসময় ওই প্রতিষ্ঠানের দশম শ্রেণির ছাত্র আশরাফুল ইসলাম জিতু অর্তকিত হামলা চালিয়ে ক্রিকেটের ব্যাট ও স্ট্যাম্প দিয়ে উৎপলকে বেধড়ক মারপিট করে। গুরুতর অবস্থায় তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। উৎপলের মৃত্যুতে তার গ্রামের বাড়ীতে স্বজনের শোক ও কান্নার আহাজারিতে আশপাশের বাতাস ভারি হয়ে ওঠে।
সাহান/স্মৃতি
15Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর