1. [email protected] : News room :
চাঁপাইনবাবগঞ্জে করোনা রোগীর চাহিদামত খাবার ডালি পৌঁছে দিল মধুমতি - লালসবুজের কণ্ঠ
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৫:২৫ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে করোনা রোগীর চাহিদামত খাবার ডালি পৌঁছে দিল মধুমতি

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

লালসবুজের কণ্ঠ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে প্রথমবারের মত নারায়ণগঞ্জ ফেরৎ একজন করোনা রোগী সনাক্ত করা হয়।

তিনি পৌর এলাকার বাসিন্দা ও নারায়ণগঞ্জ জজকোর্টের এমএলএসএস।

গত ১৫ এপ্রিল তিনি ট্রাকযোগে নারায়ণগঞ্জ হতে নিজ বাড়ী আসলে স্থানীয় প্রশাসন তার নমূনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজে পাঠান। এর পর ২০ এপ্রিল তার করোনা পজেটিভ হয়।

খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জের তরুন উদ্যোক্তা এবং মধুমতি বিজনেস ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ রানা ফোনে যোগাযোগ করেন ওই করোনা রোগীর সঙ্গে।

এ সময় তিনি স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং পরিবারের সমস্ত খাবারের দায়িত্ব নিতে নিতে চান। পাশাপাশি রোগীর চাহিদামত খাবারের তালিকা দেন।

তার চাহিদা অনুযায়ী মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে চরমোহনপুর গ্রামের বাড়ীর সামনে গিয়ে ডালি ভর্তি  খাবার দিয়ে আসেন। 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মধুমতি বিজনেস ডেভেলপমেন্ট লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা মো. তারেক রহমান।  

এ সময় মাসুদ রানা ফোনে রোগীর সঙ্গে কথা বলে সাহস যোগান এবং চাহিদামত আরও প্রয়োজনীয় খাবার সামগ্রী দেয়ার আশ্বাস দেন।

খাবারের ডালিতে দেয়া হয়, আপেল, কিসমিস, মাল্টা, কমলা, খেঁজুর, হাঁসের ডিম, বিস্কুট ও হ্যান্ড স্যানিটারিজ সামগ্রী।

এর আগেও মাসুদ রানা করোনায় চাঁপাইনবাবগঞ্জের পাঁচ উপজেলায় পাঁচ লাখ টাকা বিতরণ করেন।  

3.6K+Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর