1. [email protected] : News room :
চাঁপাইনবাবগঞ্জে করোনা রোধে স্প্রে কার্যক্রম শুরু - লালসবুজের কণ্ঠ
রবিবার, ০৫ মে ২০২৪, ১১:৪৫ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে করোনা রোধে স্প্রে কার্যক্রম শুরু

  • আপডেটের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২০

জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ: করোনাভাইরাস প্রতিরোধে সংক্রমণ রোধে চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন রাস্তা  ও ড্রেনে জীবানুনাশক ব্লিচিং পাউডার মিশ্রিত পানি স্প্রে করা শুরু হয়েছে ।

আজ রোববার বিকেল সাড়ে ৫টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত ফায়ার সার্ভিসের একটি দল  জেলা প্রশাসনের সহযোগিতায় শহরের ক্লাব মার্কেট থেকে নিউমার্কেটের রাস্তা ও ড্রেনে জীবানুনাশক স্প্রে করা হয়। জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক নিজ হাতে স্প্রে করা শুরু করেন।

এসময় তিনি বলেন, আজ থেকে জেলা প্রশাসনের উদ্যোগে ফায়ার সার্ভিসের একটি দলের মাধ্যমে জীবানু মুক্তকরণ এ কার্যক্রম শুরু করা হয়েছে। করোনা সংক্রমণ রোধ না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত রাখা হবে।

এতে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)  দেবেন্দ্রনাথ উরাঁও, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক মোঃ সবের আলী প্রামাণিক, জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডিপুটি কালেক্টর মোহাম্মদ রবিন  মিয়া প্রমুখ।

61Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর